স্টার জলসার পর্দায় সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ভক্তির সাগর। টেলিকাস্ট শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে। আর বহুদিন পর ফের একবার পর্দায় ফিরলেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেতা ঋজু বিশ্বাস। তাঁর সঙ্গে মহুয়া হালদার। বহু বছর ধরে তাঁরা টেলিভিশনের দুনিয়ায় রয়েছে। ভক্তিমূলক সিরিয়াল বাঙালি দেখতে পছন্দ করে সর্বদা। আর তাইতো শ্রীশ্রীরামকৃষ্ণের জীবনের উপর তৈরি এই সিরিয়াল নিয়ে হাজির হয়েছেন তাঁরা। এই সিরিয়াল নিয়ে এই সময় ডিজিটালের দর্শকদের কী বললেন ঋজু-মহুয়া? আসুন দেখে নিন সেই ভিডিয়ো। রাজনীতি থেকে শুরু করে খেলা ও লোকসভা ভোটের সব রকম খবর তো রয়েছেই, পাশাপাশি বিনোদন দুনিয়ার সব রকম খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.