তিনি শব্দ ছাঁকায় বিশ্বাসী নন। যা মনে, তাই নাকি মুখে বলেন। কখনও সখনও ‘রগড়ে দেব’ মতো গরম গরম ভাষণও শোনা যায় তাঁর কণ্ঠে। এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে BJP। তিনি নিজের কেন্দ্রে প্রচারও চালাচ্ছেন। সম্প্রতি মনোনয়ন জমা দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর সম্পত্তির পরিমাণ কত? হলফনামা দিয়ে জানিয়েছেন দিলীপ ঘোষ।

৯৯ লাখের বাড়ি!

হলফনামায় নিজের আয় এবং সম্পত্তির খতিয়ান দিয়েছেন দিলীপ ঘোষ। সেই মোতাবেক ২০২২-২৩ অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ৯ লাখ ৩৩ হাজার ৯৫০, ২০২১-২২ অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ১৩ লাখ ৫০ হাজার ৮৬০, ২০২০-২১ অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ৭ লাখ ৭২ হাজার ২৩০। দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লাখ ৪৫ হাজার ৪৮৯ এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লাখ। তিনি ৩ হাজার ৪৮৩ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন লেদার কমপ্লেক্সে থানা এলাকায়। এই ফ্ল্যাটটির দাম ৯৯ লাখ টাকা। যদিও গৃহঋণ রয়েছে তাঁর। তা প্রায় ৫০ লাখ মতো।

দিলীপ ঘোষের হলফনামা

দিলীপ ঘোষের নামে কৃষি জমি রয়েছে ১.৮৮ একর। এই জমির বাজারমূল্য প্রায় ৪০ লাখ। পাশাপাশি উত্তরাধিকারসূত্রে তিনি কুলিয়ানায় একটি বাড়ি পেয়েছেন। এই বাড়িটির আয়তন ৮০০ বর্গফুট। এর বাজারমূল্য ৩ লাখ।

কমিশনে জমা দেওয়া হলফনামা মোতাবেক দিলীপ ঘোষের কাছে নগদ টাকা রয়েছে ৩ লাখ ৫০ হাজার। তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ৪১৩ টাকা। এছাড়াও ১ লাখ ৪০ হাজার টাকার একটি লাইফ ইনসিওরেন্স রয়েছে তাঁর। পোস্ট অফিসে তাঁর রয়েছে তিন লাখ ৩১ হাজার ৭৬ টাকা। দিলীপ ঘোষে কোনও গাড়ি নেই বা দামি অলংকার নেই।

বিজেপির দিলীপ ও তৃণমূলের সুনীলের ‘কেক’ বন্ডিং

তবে সবমিলিয়ে ‘পার্টিজান’ দিলীপ ঘোষ কোটিপতি, তা বলাই যায়। উল্লেখ্য, দিলীপ ঘোষের ডিগ্রি নিয়ে অতীতে একাধিক বিতর্ক হয়েছিল। হলফনামা মোতাবেক দিলীপ ঘোষ ১৯৮০ সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৮২ সালে তিনি ঝাড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাশ করেন। ১৯৮৩ সালে তিনি টালিগঞ্জ থেকে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ করেন।

একধাক্কায় অর্ধেকের বেশি কমেছে অধীরের বার্ষিক আয়, সম্পত্তির নিরিখে বহু এগিয়ে ইউসুফ

এই লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের সম্মুখে রয়েছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। এখন দেখার নতুন কেন্দ্রে গিয়ে কি কামাল করতে পারবেন দিলীপ ঘোষ?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version