এক্ষেত্রে তবে পেপার সিগন্যাল জারি করে ঢাকুরিয়া-বালিগঞ্জ লাইনে ট্রেন চলাচল জারি রাখা হয় হচ্ছে। সিগন্যাল এবং টেলিকম বিভাগের রক্ষণাবেক্ষণ কর্মীরা তারের প্রতিস্থাপন এবং ট্রেনের স্বাভাবিক সিগন্যাল ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য সাইটে কাজ করছেন। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘১৫ মিনিটের জন্য আপ লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত হয়, অর্থাৎ শিয়ালদা থেকে বারুইপুর পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়। ১১টা বেজে ৫৭ মিনিটে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।’
কিছুদিন আগেও ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। ফলে সেই দিনওও ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। বাড়িঘরগুলি থেকে বের করে আনা হয় গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য দাহ্য বস্তু। এলাকাবাসীরা জানান, দুপুর ১টা নাগাদ একটি বিকট শব্দ পাওয়া যায়। তারপরেই আগুন নজরে আসে। একের পর এক ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রাই প্রথমেই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়ার পরেও দমকল দেরিতে পৌঁছয় বলে অভিযোগ ওঠে সেই সময়। আগুনে বেশকয়েকটি বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়ে যায় বলে জানান বস্তিবাসীরা।
সেই ঘটনার জেরেও বেশকিছুক্ষণের জন্য শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। লাইনেই দাঁড়িয়ে যায় একর পর এক ট্রেন। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। সেই ঘটনার পর এদিন ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাহত হল ট্রেন চলাচল।