এ যেন ঘর শত্রু বিভীষণ! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অডিয়ো ক্লিপ ছড়িয়ে দিলেন বিজেপি নেতাই। ঘটনা হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের। বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর বিরুদ্ধে ফেক অডিয়ো ক্লিপ ছড়ানোর অভিযোগ স্থানীয় BJP নেতার বিরুদ্ধে। সেই নেতাকে গ্রেফতার করা হয়েছে।নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক অডিয়ো তৈরি করে ভাইরাল করার অভিযোগ! গ্রেফতার বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত একটা নাগাদ চুঁচুড়া থেকে সাইবার থানার পুলিশ হিন্দমোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেফতার করে। তার দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেফতার করা হল। তিনি বলেন, ‘তবে ওদের কথায় বুঝতে পারলাম একটি ফেক অডিয়ো ক্লিপ-এর পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে গ্রেফতার করেছে। তার দুটো ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও জানান, কবীর শঙ্কর বোসের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আমাদের দলের কর্মী গ্রেফতার হবে এটা চাইনা।

প্রসঙ্গত, কিছুদিন আগে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র জুড়ে দুটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর কথোপকথন ছিল। আরেকটি অডিয়োতে কবির শঙ্কর টাকা দিয়ে টিকিট পেয়েছেন এমন কথাবার্তা ছিল।

বিষয়টি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবির শঙ্কর বোস দু’জনেই চন্দননগর পুলিশে অভিযোগ জানান। চন্দননগর পুলিশের সাইবার থানা আইপি ট্রাক করে ঋত্বিকের খোঁজ পায়। গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, ফেক অডিয়ো ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়।এবং গ্রেফতার হয়।

Rachna Banerjee-Kanchan Mullick: ‘আমার ছবি কেন তার মধ্যে!’ কাঞ্চন প্রশ্নে রচনা

গত ৭ জানুয়ারি ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়ে কয়েকদিন জেলে ছিলেন সেনা বাহিনীর প্রাক্তন মেজর ঋত্বিক পাল। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বাড়িতে গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি এবার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী ঋত্বিক?

CPIM West Bengal : BJP প্রার্থীর অডিয়ো ক্লিপ নিয়ে বিতর্ক, বাম-রাম তরজায় সরগরম শ্রীরামপুর
যদিও সেই জল্পনায় জল ঢেলে বিজেপি প্রার্থী করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোসকে। কবীর ২০২১ সালে শ্রীরামপুর বিধানসভায় প্রার্থী ছিলেন। সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হয়েছিলেন। তাকেই আবারও লোকসভায় প্রার্থী করার কারণেই কি মেনে নিতে পারেননি টিকিটের দাবিদার ঋত্বিক? যার ফলেই এই কাণ্ড করেছেন? উঠে আসছে সেই সম্ভাননা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version