বিনয় আগরওয়ালবালুরঘাট: কেমন হবে ভোটের ফলাফল? ৪ জুনের অপেক্ষায় না থেকে দলীয় স্তরে বালুরঘাট লোকসভা কেন্দ্র নিয়ে সমীক্ষা করালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দ্বিতীয় দফায় ভোট শেষ হয়েছে বালুরঘাটে। ওই আসনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সুকান্ত। সোমবার বালুরঘাটে একটি বেসরকারি লজে জেলা কমিটি সদস্য, মণ্ডল সভাপতি, সাতটি বিধানসভার আহ্বায়কদের নিয়ে বৈঠক করেন তিনি।
গত ২৬ এপ্রিল ভোটপর্ব মিটে যাওয়ার পরে হাওয়া বুঝতে মণ্ডল এলাকার নেতারা নিজেদের মতো করে সমীক্ষা করেন। এদিন তাঁদের সঙ্গে কথা বলার পরে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ১ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবেন তিনি। যদিও বিজেপির সমীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তিনি বলেন, ‘এই কেন্দ্রে তৃণমূল ১ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে। বিজেপির রাজ্য সভাপতি কী ভাবে সমীক্ষা করেছেন, সেটা তিনি ভালো করে বলতে পারবেন। তবে আমাদের বুথ স্তরে সমীক্ষা অনুযায়ী আমরা ১ লক্ষের বেশি ভোটে লিড পাব।’
গত ২৬ এপ্রিল ভোটপর্ব মিটে যাওয়ার পরে হাওয়া বুঝতে মণ্ডল এলাকার নেতারা নিজেদের মতো করে সমীক্ষা করেন। এদিন তাঁদের সঙ্গে কথা বলার পরে সুকান্ত মজুমদার জানিয়েছেন, ১ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবেন তিনি। যদিও বিজেপির সমীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তিনি বলেন, ‘এই কেন্দ্রে তৃণমূল ১ লক্ষের বেশি ভোটে জয়লাভ করবে। বিজেপির রাজ্য সভাপতি কী ভাবে সমীক্ষা করেছেন, সেটা তিনি ভালো করে বলতে পারবেন। তবে আমাদের বুথ স্তরে সমীক্ষা অনুযায়ী আমরা ১ লক্ষের বেশি ভোটে লিড পাব।’
বালুরঘাট লোকসভার মধ্যে রয়েছে তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কুশমন্ডি, হরিরামপুর, ইটাহার ও বালুরঘাট বিধানসভা রয়েছে। এরমধ্যে ৪টি বিধানসভা তৃণমূলের দখলে। বালুরঘাট, তপন ও গঙ্গারামপুর বিজেপির দখলে। তৃণমূল প্রার্থী বলেন, ‘বালুরঘাট, তপন-সহ ৬টি বিধানসভা আমরা লিড দেব।’
বিজেপি সূত্রে খবর, এই লোকসভার ১৫৬৯টি বুথে সংখ্যালঘু ভোট কত পড়েছে, তার রিপোর্ট-সহ নেতাদের ডেকে ভোট-পরবর্তী বিশ্লেষণ করা হয়। বুথে বুথে কত শতাংশ ভোট পড়েছে, কত জন পুরুষ এবং মহিলা ভোট দিয়েছেন এবং সংখ্যালঘু ভোটের শতাংশ কতটা। এই তিনটি তথ্যের মধ্যেই বালুরঘাট আসনের জয়-পরাজয়ের ইঙ্গিত রয়েছে। বিজেপি সূত্রে খবর, প্রায় সব এলাকাতেই গত লোকসভার থেকে ভোট শতাংশ তুলনামূলক কমেছে এ বার। ভোটের ফলাফলে সেই প্রভাব পড়বে বলে মনে করেন দুই দলের নেতারা।