জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা।” মথুরাপুরের নির্বাচনী প্রচার সভা থেকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন মথুরাপুরে নির্বাচনী প্রচার সভায় শুভেন্দু বলেন, “আপনারা ঐক্যবদ্ধ ছিলেন বলে কৃষ্ণচন্দ্রপুর আমরা পেয়েছি। অন্য জায়গায় ওরা লুঠ করেছে। গণতন্ত্র ধ্বংস করেছে।” দাবি করেন, “মমতা ব্যানার্জির সঙ্গে কোনও মানুষ নেই। এক আছে মামলা। আর দুই আছে হামলা।” 

এরপরই শুভেন্দু হুঁশিয়ারির সুরে বলেন, “চব্বিশে মথুরাপুর দিলে, ছাব্বিশে বিধানসভা ভোট করাব, ভাইপোকে জেলে পুরব। মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। চোর, ডাকাত, নাক কাটা, কান কাটা ছাড়া আর কোনও ভদ্রলোক এদের সঙ্গে নেই। আমি ২৬ তারিখ আবার আসব। সব জায়গায় যাব। সবাইকে আমার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে যাব। ১ তারিখ ভোটের দিন ভোর ৫টা থেকে আমি জেগে থাকব। শুধু বুথ নম্বর, পোলিং স্টেশনের নাম, থানার নাম দিয়ে আমায় পাঠাতে থাকবেন। এমন মার হবে, এবারের ভোট বুঝিয়ে দেব আমরা।”

ওদিকে এদিন দুর্গাপুরে প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, ‘বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে’! তোপ দাগেন, ‘আদর্শ নির্বাচন বিধি, ভুলেই গিয়েছি নির্বাচন কমিশন আছে কিনা, খোঁজ পাচ্ছি না, কোথা আছে কে জানে। আমি আসছিলাম রাস্তা দিয়ে একজন মহিলা আমাকে বললেন, মডেল কোড অফ কডাক্টের নাম বদলে গিয়েছে। আমরাই বদলে দিয়েছি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার’! পাশাপাশি, বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি টাকা দিলে কী হবে! নির্বাচনের সময় যদি ভোট নেওয়ার জন্য় টাকা দেয়, প্য়াকেটটা পকেটে রেখে দেবেন। আর ভোটে উল্টে দেবেন। টাকা দিয়ে ভোট কেনা, নজর আমরাও রাখব।”

আরও পড়ুন, Uluberia: প্রচারের মধ্যেই বড়সড় দুর্ঘটনায় বিজেপি প্রার্থী, ভাঙল পাঁজরের হাড়-কলারবোন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version