জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে অরেঞ্জ ক্য়াপ বিরাট কোহলির (Virat Kohli) মাথায়। খেলেছেন ১১ ম্য়াচ। করেছেন ৫৪২ রান। গড় ৬৭.৭৫। স্ট্রাইক রেট ১৪৮.০৮। বিগত ১৬ বছরের আইপিএলের ইতিহাসে বিরাটই সর্বাধিক রানশিকারি। ২৪০ ইনিংসে ৭৮০৫ রান বিরাটের। নিঃসন্দেহে তিনি এই লিগের একজন আইকন। সেই আইপিএলের জন্মলগ্ন থেকে বিরাট খেলছেন আরসিবি-র (RCB)। আর তখন থেকেই বিরাটকে খুব ভালো করে চেনেন বলি অভিনেত্রী ও পঞ্জাব কিংসের (Punjab Kings) মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta)। প্রীতির কাছে শুধু বিরাটই নন, জানতে চাওয়া হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সম্বন্ধেও। প্রীতি খোলা মনেই সব জবাব দিলেন। 

আরও পড়ুন: মালকিনের খিদে মেটায়নি মহাতারকা, ‘বড়’র স্বাদে বঞ্চিত প্রীতি এখনও অতৃপ্ত!

প্রীতি মাঝেমধ্য়েই তাঁর এক্স হ্য়ান্ডেলে প্রশ্নোত্তর সেশন সারেন। ফ্য়ানদের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এমন করেন শিখর ধাওয়ানদের মালকিন। প্রীতিকে এক ফ্য়ান জিজ্ঞাসা করেছিলেন, ‘বিরাট কোহলি স্য়রের সম্পর্কে কিছু বলুন’, প্রীতি লেখেন, ‘ওর মাঠের আগ্রাসন ও জেতার ইচ্ছাটা আমি ভালোবাসি। যে ভাবে ও পরিবারকে ভালোবাসে, সেটাও আমার ভালোলাগে। ও যখন প্রথম আইপিএলে এসেছিল তখন আমি ওর ডান্স মুভও অনেক দেখেছি। বিরাটের নাচও আমি ভালোবাসি।’ এরপর আরেক ফ্য়ান প্রীতিকে বলেন, রোহিতের সম্পর্কে এককথায় বলতে, প্রীতি লেখেন, ‘ট্য়ালেন্টের পাওয়ারহাউজ’

চলতি আইপিএলে রোহিত ১২ ম্য়াচে মাত্র ৩৩০ রান করেছেন। যা তাঁর থেকে প্রত্যাশিত নয়। দেখতে রোহিত আইপিএলে একেবারেই ফর্মে নেই। আর কিছুদিন পরেই ভারত টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে। ফলে রোহিতের ফর্ম নিয়ে অনেক প্রাক্তনই চিন্তিত। তবে ভক্তরা বলছেন যে, বিশ্বকাপ দেখবে সেই চেনা রোহিতকে। যিনি বোলারদের বেদম প্রহারে বুঝিয়ে দেবেন ‘হিটম্য়ান’ কোন ধাতুতে গড়া। হতেই পারেন রোহিত ননস্টপ ক্রিকেট খেলে ক্লান্ত। কিংবা সময়টা তাঁর সঙ্গ দিচ্ছে না। অনেকের মতেই রোহিতের একটা ব্রেক দরকার। তবে রোহিত যে ফিরবেন সে ব্য়াপারে আশাবাদী সকলেই।

আরও পড়ুন:বেরিয়ে যেতেই দু’হাত দিয়ে শুধু…! প্রীতির ভিডিয়ো দেখে সামলাতে পারবেন তো?

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version