জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে-তে রবীন্দ্র জয়ন্তীর মহাপর্ব। জমজমাট এই পর্ব শ্যুটিংয়ের সময় কেমন ছিল? এই এলাহি পর্বের পিছনে ঠিক কতটা তোরজোড় চলেছে জানেন? সেই সবের হদিশ দিতে আমরা এই সময় ডিজিটাল হাজির হয়েছি (Kon Gopone Mon Bheseche)। নাচের রিহার্সাল থেকে শটের ফাঁকে ফাঁকে ঠাট্টা-ইয়ার্কি সবই চলে। শ্যুটিংয়ের ফাঁকে অভিনেতা অভিনেত্রীরা জমিয়ে মজা করেন, একে অন্যের পিছনে লাগান মজার ছলে। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত তা সে বাংলা সিরিয়াল হোক বা সিনেমা কিংবা হিন্দি সিনেমা সবেতেই সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.