একজন বলছেন, চামড়া তুলে নেওয়া হবে। পালটা, আরেকজন বলছেন, পিঠ খুলে বসে আছেন, সাহস থাকলে আসুন। ভোটের প্রাক্কালে গরমাগরম বাদানুবাদ উত্তপ্ত বাঁকুড়ার মাটি। প্রাক্তন স্বামী-স্ত্রীর জোর বচসা বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে।দুই ‘প্রাক্তন’-এর লড়াই ঘিরে জমজমাট বাঁকুড়ার ভোট রাজনীতি। সৌমিত্র-সুজাতার আক্রমণ-পালটা আক্রমণ ঘিরে ইতিমধ্যে সংবাদ শিরোনামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি। এবার ফের শাসক দলকে ‘হুমকি’ দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

শুক্রবার বড়জোড়ার ছাঁদার এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিষ্ণুপুর লোকসভা এলাকায় তৃণমূল দাদাগিরি করতে এলে চামড়া তুলে নেব’। একই সঙ্গে ওই কাজ করার ‘ক্ষমতা’ তিনি রাখেন বলেও দাবি করেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকেও। দলের বড়জোড়া ব্লক সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বলেন, ‘জনগণ এর বিচার করবে, কে দাদাগিরি করে। অন ক্যামেরা যদি বলে চামড়া গুটিয়ে নেব, তাহলে কি উনি একাই মায়ের দুধ খেয়েছেন!’ ময়দানে নামলেও প্রমাণ হয়ে যাবে কে কার চামড়া গোটায় বলে তিনি দাবি করেন।

Soumitra Sujata : সুজাতার থেকে কয়েকগুণ বেশি আয় সৌমিত্র খাঁর স্ত্রীর, কার বাক্সে গয়নার পরিমাণ বেশি?
বিজেপির সৌমিত্র খাঁ-র মুখে ওই কথা শুনে বসে থাকার পাত্রী নন তাঁর ‘প্রাক্তন’ স্ত্রী, অন্যতম প্রতিদ্বন্দী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বিজেপি প্রার্থীকে পাল্টা হুঁশিয়ারী দিয়ে বলেন, ‘আমাদের নেতারা পিঠ খুলে বসে আছেন, আপনি আসুন’। …তারপর আপনি কী ভাবে ফিরে যাবেন! আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে।’ আর এখানেই থেমে থাকেননি সুজাতা। তিনি বলেন, বিজেপি প্রার্থী হতাশায় ভুগছেন, উনি জানেন হেরে গিয়েছেন। ৪ জুন এখন ফলাফল প্রকাশের অপেক্ষা। তাই ওই হতাশা থেকেই সৌমিত্র তৃণমূলককে গালিগালাজ করছেন বলে তিনি দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version