অজানা বস্তু উড়ে এসে পড়ল লোকালয়ে, আর তার জেরে চাঞ্চল্য ছড়াল হুগলি চুঁচুড়ার কাপাসডাঙা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২ নম্বর কাপাসডাঙায় একটি বাড়ির সামনে সাদা রঙের অচেনা চৌক বাক্সর মতো একটি যন্ত্র আকাশ থেকে হঠাৎই মাটিতে এসে পড়ে। সঙ্গে একটা বেলুন ছিল, সেটি ফেটে গিয়ে শব্দও হয়। বিষয়টি নজরে আসার পর ওই বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার যন্ত্রটিকে হাতে করে তুলে পাঁচিলের উপর রেখে দেন। ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে বাড়ির সামনে জমায়েত করেন উৎসাহী জনতা। যন্ত্রটি কী তা দেখার জন্য ভিড় জমে যায়। এদিকে ইতিমধ্যেই খবর যায় চুঁচুড়া থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যন্ত্রটিকে তুলে নিয়ে যায়।

ঠিক কী ঘটেছে?

এই বিষয়ে হুগলি লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী প্রদীপ পাল জানান, তার বাড়ির পাশেই ঘটেছে ওই ঘটনা। প্রদীপ বলেন, ‘আমাকে বিপ্লব খবর দেয় যে আকাশ থেকে মেশিন পড়েছে। আমরা পুলিশে খবর দিই। যন্ত্রটা কী তা বুঝতে না পারায় প্রাথমিক ভাবে একটা আতঙ্ক ছড়ায়। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে বোমা পাওয়া গেছে কি না?’

কী যন্ত্র?

এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যন্ত্রটি একটি রেডিওসোন্ড। ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র। বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। রেডিওর মাধ্যমে উচ্চতা, চাপ, তাপমাত্র, আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর গতি দিক এবং ভৌগলিক অবস্থান(অক্ষাংশ/দ্রাঘিমাংশ) গ্রাউন্ড রিসিভারে পাঠায়। ওজন ঘনত্ব পরিমাপকারী রেডিওসোন্ডকে ওজোনসোন্ডও বলা হয়। যন্ত্রটির গায়ে লেখা মেড ইন কোরিয়া। কোথা থেকে এল তা জানা যায়নি। তবে এই যন্ত্রকে ঘিরে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে পুলিশ। এর আগে অসম ও তামিলনাড়ুতেও এই ধরনের যন্ত্র আকাশ থেকে পড়েছিল বলে জানা গিয়েছে।

কিছুদিন আগে এই ধরনেরই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আসানসোলের জামুড়িয়ায়। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার অন্তর্গত ইকরা গ্রাম এলাকার বাউড়িপাড়ার বাসিন্দা অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে একটি ধাতব গোলক। ঘটনায় বাড়ির এক সদস্যা গুরুতরভাবে আহত হন। চিকিৎসার জন্য দ্রুত তাঁকে স্থানীয় আকলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশী অনিল বাদ্যকরের বাড়ির ছাদে ওই ধাতব গোলকটি ধাক্কা লেগে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version