১৩ মে ভোট সম্পন্ন হয়েছে বর্ধমানে। বৃহস্পতিবার সকালে BJP-র বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর সেলিয়া গ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন BJP কর্মীরা। এই ঘটনায় তাঁদের অভিযোগ তৃণমূলের দিকে। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের শাসক দলের নেতারা।জানা গিয়েছে, মন্তেশ্বরের ১৬৮ নম্বর বুথের BJP সভাপতি অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। এদিন ভোরবেলায় তাঁর মৃতদেহটি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

এই ঘটনায় BJP-র নিশানা তৃণমূল। ইতিমধ্যেই মন্তেশ্বর থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অভিজিৎকে হুমকি দেওয়া হচ্ছিল। বুধবার রাতে গ্রামের একটি অনুষ্ঠানবাড়ি হয়। সেখানেই ছিলেন অভিজিৎ। এরপরেই নিখোঁজ হয়ে যান। এদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতেই গোটা ঘটনাটি ঘটেছে বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। এদিকে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই এই নিয়ে বিস্তারিত বলা সম্ভব।

এদিকে BJP-র যাবতীয় দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘ওরা কথায় কথায় তৃণমূলের নাম নেয়। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে পুলিশ তদন্ত করে দেখুক। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।’ BJP কর্মীদের থানা ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, ‘করতেই পারে। এর আগেও বহুবার করেছে। কিন্তু, পরে দেখা গিয়েছে যে অভিযোগ তুলেছিল তা সত্য নয়। এক্ষেত্রে কী কারণে আত্মহত্যা করেছে, তা তদন্ত করে দেখুক পুলিশ।’

স্থানীয় তৃণমূল নেতারা পারিবারিক বিবাদের প্রসঙ্গও টানছেন। পুলিশ যাতে সেই দিকটি তদন্ত করে দেখেন, এই আর্জি তোলা হয়েছে তাঁদের পক্ষ থেকে। যদিও পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

হুগলিতে ‘দিদি নম্বর ১’-এর অডিশন? রচনার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ লকেটের

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা তৈরি হয়েছে। আক্রমণ, পালটা আক্রমণে পারদ চড়ছে রাজনীতির। এদিকে এই সবের মধ্যে চোখের জলে পরিবারের দাবি, তদন্তে সত্যটা উঠে আসুক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version