ষষ্ঠ দফার ভোটের আগেই ওডিশার পুরীর BJP প্রার্থী সম্বিত পাত্রের একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় গোটা দেশ। জগন্নাথ দেব নিজেও ‘মোদীজির ভক্ত’ এমন বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। ঠেলায় পড়ে ক্ষমাপ্রার্থনা করেছেন সম্বিত। সম্বিত পাত্রের এই মন্তব্য নিয়ে এবার কড়া নিন্দা করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ‘এঁরা কী বলছে দেখেছেন? বলছে, প্রভু জগন্নাথ মোদীজির ভক্ত। আমরা যাঁরা প্রভু জগন্নাথের পুজো করি, আমরা বাড়ির ঠাকুরের সিংহাসনে মা কালী, লক্ষ্মী-গণেশ, তার পাশে মহাদেব থাকলে তাঁর পাশে বা সামনে জগন্নাথ ঠাকুরকে রাখি। সেই প্রভু জগন্নাথকে বলছে এঁরা মোদীজির ভক্ত।’ সম্বিতের এই বক্তব্যকে নিয়ে বিজেপির চূড়ান্ত সমালোচনা করেন অভিষেক। অভিষেক বলেন, ‘এঁদের এত দম্ভ, এত ঔদ্ধত্য, এত অহংকার। বাংলার মানুষকে অপমান করা থেকে শুরু করে ঠাকুরকে মোদীজির ভক্ত বানানো।’

পুরীতে একটি রোড শোতে অংশগ্রহণ করেছিলেন সম্বিত পাত্র। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘লাখ লাখ মানুষ আজ জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। জগন্নাথদেব নিজে মোদীর ভক্ত। আর আমরা সকলেই মোদীর পরিবার।’

তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপরেই বিষয়টি নিয়ে দেশ জুড়ে চূড়ান্ত বিতর্ক শুরু হয়। একে একে সকল বিরোধী দলের নেতৃত্ব বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্ররা এই মন্তব্যের কড়া সমালচনা করেন। তৃণমূলের এক্স হ্যান্ডেলেও বৃষ্টি নিয়ে প্রতিবাদ জানানো হয়।

Sambit Patra Jagannath Modi Bhakt Comment : ‘প্রভু জগন্নাথদেব মোদীর ভক্ত!’ দেখুন সম্বিত পাত্রর ‘স্লিপ অফ টাং’-এর ভিডিয়ো
এই প্রসঙ্গে বাঙালির মাছ খাওয়ার বিষয়টি নিয়ে মোদীর বক্তব্যের সমালোচনাও করেন অভিষেক। জম্মু-কাশ্মীরের উধমপুরের জনসভায় মোদী মাছ খাওয়া নিয়ে বেশ কিছই মন্তব্য করেছিলেন, যা নিয়ে প্রবল বিতর্কের সূত্রপাত হয়। কংগ্রেসকে আক্রমণ করে শ্রাবণ মাসে মাছ (আমিষ) খাওয়ার ভিডিয়ো শেয়ার করে মুঘলদের মানসিকতা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে উত্তেজিত করতে চাইছে। সেই মন্তব্যের সমালোচনা করেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version