চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম। ১২ মে কলকাতায় আসার পর ১৮ মে থেকে তিনি নিরুদ্দেশ। সূত্রের খবর, বুধবার পুলিশ ওই সাংসদের গাড়িটি উদ্ধার করেছে। ঘটনার তদন্তে বিধাননগর এবং ব্যারাকপুর কমিশনারেট নিউ টাউনের অ্যাকোয়াটিকার পাশে একটি আবাসনে গিয়েছে। সূত্রের খবর, তাঁর গাড়িটি উদ্ধার হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে লেখা রয়েছে, ‘আনোয়ারুল আজিমের সঙ্গে তাঁর ২০-২৫ বছর ধরে রয়েছে পারিবারিক সম্পর্ক। ১২ মে সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর বাড়িতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। পরের দিন দুপুর ১টা ৪১ মিনিটে ডাক্তার দেখানোর জন্য তিনি বাড়ি থেকে বার হন। যাওয়ার সময় দুপুরে খাবেন না বলেও জানান তিনি। সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন বলেও জানিয়েছিলেন বাংলাদেশের এই সাংসদ। নিজেই গাড়ি ডেকে বিধানপার্ক- ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উটে চলে যান। তারপর তিনি সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান দিল্লি চলে গিয়েছেন বিশেষ কাজে। পৌঁছে তিনি নিজেই ফোন করবেন বলে জানান।’

১৫ মে সকাল ১১.২১ নাগাদ তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে জানান তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছে। সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, তাঁর সঙ্গে VIP রয়েছে, তাই ফোন করার দরকার নেই। একই মেসেজ তিনি বাড়ি, আপ্ত সহায়ককেও ফরোয়ার্ড করেন বলে মিসিং ডায়েরিতে উল্লেখ রয়েছে।

কিন্তু, ১৬ মে থেকে ফোনে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ১৭ মে তাঁর মেয়ে জানান, গোপালবাবুকে জানান তাঁর বাবার সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। এরপর তাঁর সমস্ত পরিচিকদের সঙ্গে যোগাযোগ করেও কোনও হদিশ মেলেনি, ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ১৮ মে বরানগর থানায় মিসিং কমপ্লেন দায়ের করেন গোপালবাবু। এরপরেই তদন্তে নামে পুলিশ। আনোয়ারুলের ফোনের সূত্র ধরেই তদন্ত করছে পুলিশ। বিষয়টি নিয়ে আনোয়ারুলের পরিবার কোনও মন্তব্য করতে চাননি। তবে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস কলকাতায় এসেছেন বলে জানা যাচ্ছে।

Bangladesh MP Missing : কলকাতায় এসে নিখোঁজ আওয়ামী লীগের সাংসদ, খোঁজে দিল্লির সাহায্য চাইল ঢাকা

এরই মধ্যে সাংসদের গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নয়া মোড় নিয়েছে এই ঘটনা। আনোয়ারুল কি আদৌ দিল্লি গিয়ে ছিলেন? মেসেজগুলি তিনিই করেছিলেন তো? একাধিক প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version