দুই বন্ধুর মধ্যে একজন তলিয়ে যায়। রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল ছিল। সারাদিনের তল্লাশির পর বিকেল পাঁচটা নাগাদ নিউ দিঘার হলিডে হোম ঘটে মৃতদেহ উদ্ধার করল দিঘা থানার পুলিশ। মৃত যুবকের নাম প্রকাশ সাউ, বয়স ২২। ওই যুবক ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রথমে উত্তর ২৪ পরগনার সোদপুরে বন্ধুর কাছে বেড়াতে এসেছিল। এরপর দুই বন্ধু মিলে দিঘায় বেড়াতে আসেন।
নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠে। পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপান করে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায়। পুলিশের তরফে বাড়িতে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। একদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, অন্যদিকে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু ঘিরে শোকের ছায়া সৈকত শহর জুড়ে।
দিঘা বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে আকর্ষণীয় জায়গা। এমনিতেই, ভোটের কারণে দিঘায় হোটেল বুকিং নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন। এর মধ্যেও বেশ কিছু পর্যটক রয়ে গিয়েছেন। ওই দুই বন্ধুও দিঘায় বেড়াতে গিয়েছিলেন। তার মধ্যেই এই মর্মান্তিক পরিণতি। ইতিমধ্যে, দিঘার সমুদ্রসৈকত পেরিয়ে ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ডওয়ালে। জলোচ্ছ্বাসের কারণে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মাইকিং করা হচ্ছে দিঘা সমুদ্র সৈকত জুড়ে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি, যে সমস্ত ট্রলার গভীর সমুদ্রে আছে, তাদেরকেও প্রশাসনের তরফে অ্যালার্ট করা হয়েছে। তাদের জন্য অ্যালার্ট করতে আকাশপথে মাইকিং করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।