ষষ্ঠ দফার নির্বাচন সংগঠিত হল শনিবার। পূর্ব মেদিনীপুর জেলার দুটি আসনেই এদিন নির্বাচন সংগঠিত হয়। একদিকে ভোট, অন্যদিকে রিমেল সাইক্লোনের জন্য দিঘা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি ছিল। তার মধ্যেই ঘটল অঘটন। দিঘায় সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ গেল এক পর্যটকের।দিঘায় বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে প্রাণ গেল এক পর্যটকের। প্রায় ১১ ঘণ্টা পর নিখোঁজ যুবকের মৃতদে উদ্ধার করল দিঘা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু মিলে দিঘায় বেড়াতে এসে শনিবার সকাল ছয়টা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে যায়।

দুই বন্ধুর মধ্যে একজন তলিয়ে যায়। রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল ছিল। সারাদিনের তল্লাশির পর বিকেল পাঁচটা নাগাদ নিউ দিঘার হলিডে হোম ঘটে মৃতদেহ উদ্ধার করল দিঘা থানার পুলিশ। মৃত যুবকের নাম প্রকাশ সাউ, বয়স ২২। ওই যুবক ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রথমে উত্তর ২৪ পরগনার সোদপুরে বন্ধুর কাছে বেড়াতে এসেছিল। এরপর দুই বন্ধু মিলে দিঘায় বেড়াতে আসেন।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ফুঁসছে দিঘার সমুদ্র! বিস্তারিত জানুন

নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠে। পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপান করে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায়। পুলিশের তরফে বাড়িতে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। একদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, অন্যদিকে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু ঘিরে শোকের ছায়া সৈকত শহর জুড়ে।

সাইক্লোন রিমেলের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দিঘায়, দেখুন ভিডিয়ো
দিঘা বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে আকর্ষণীয় জায়গা। এমনিতেই, ভোটের কারণে দিঘায় হোটেল বুকিং নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন। এর মধ্যেও বেশ কিছু পর্যটক রয়ে গিয়েছেন। ওই দুই বন্ধুও দিঘায় বেড়াতে গিয়েছিলেন। তার মধ্যেই এই মর্মান্তিক পরিণতি। ইতিমধ্যে, দিঘার সমুদ্রসৈকত পেরিয়ে ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ডওয়ালে। জলোচ্ছ্বাসের কারণে পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মাইকিং করা হচ্ছে দিঘা সমুদ্র সৈকত জুড়ে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি, যে সমস্ত ট্রলার গভীর সমুদ্রে আছে, তাদেরকেও প্রশাসনের তরফে অ্যালার্ট করা হয়েছে। তাদের জন্য অ্যালার্ট করতে আকাশপথে মাইকিং করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version