কোন কোন ট্রেন বাতিলের সিদ্ধান্ত? কোনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে? একনজরে দেখে নেওয়া যাক তালিকা
১. ২২৮৯০ পুরী-দিঘা সুপার ফাস্ট এক্সপ্রেস, ট্রেনটি ২৫ মে শনিবার পুরি থেকে ছাড়বে এবং খড়গপুর পর্যন্ত যাবে।
২. ২২৮৯৭ হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, ২৬ মে রবিবারের এই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩. ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল। ২৬ মের ট্রেনটি বাতিল করা হয়েছে।
৪.০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল। ২৬ তারিখের এই ট্রেনটি বাতিল করা হয়েছে।
৫. ০৮১৩৬ দিঘা পাঁশকুড়া লোকাল ২৭ তারিখ বাতিল
৬.০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল। ২৭ মে সোমবার তা বাতিল করা হয়েছে।
৭. ২২৮৮৯ দিঘা পুরী সুপার ফাস্ট সাপ্তাহিক ট্রেন- এই ট্রেনটি রবিবার দিঘার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়তে চলেছে।
৮. ২২৮৯৮ দিঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ২৬ তারিখ বাতিল করে দেওয়া হয়েছে।
রিমেল মোকাবিলায় প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। লালবাজারে রিমেলের জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমে তৈরি করা হয়েছে ‘ইউনিফাইড কমেন্ট সেন্টার’ । যেখানে পুলিশ আধিকারিকেরা ছাড়াও রয়েছেন দমকল, পূর্ত দফতর, বিদ্যুৎ , বন দফতর, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভার প্রতিনিধিরা।
৯৪৩২৬১০৪২৮ এবং ৯৪৩২৬১০৪২৯ এই দুটি নম্বরে ফোন করে লালবাজারের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং সাহায্য চাওয়া সম্ভব হবে। সাইক্লোনের অবস্থানের উপর ক্রমাগত নজরদারি করছে আবহাওয়া দফতর, জানা যাচ্ছে এমনটাই।