সাইক্লোন রিমেল নিয়ে আশঙ্কা ছিলই। শনিবার তা তৈরি হবে এবং রবিবার ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, এই পূর্বাভাস আগেই দেওয়া হয়েছে। এদিকে এই সাইক্লোন মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শনিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি জায়গায় তা আছড়ে পড়তে চলেছে বলেই পূর্বাভাস। আর রিমেল-এর প্রভাবে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সবথেকে বেশি প্রভাব উপকূলের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই দুর্যোগের পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে।

কোন কোন ট্রেন বাতিলের সিদ্ধান্ত? কোনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে? একনজরে দেখে নেওয়া যাক তালিকা

১. ২২৮৯০ পুরী-দিঘা সুপার ফাস্ট এক্সপ্রেস, ট্রেনটি ২৫ মে শনিবার পুরি থেকে ছাড়বে এবং খড়গপুর পর্যন্ত যাবে।

২. ২২৮৯৭ হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, ২৬ মে রবিবারের এই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল। ২৬ মের ট্রেনটি বাতিল করা হয়েছে।

৪.০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল। ২৬ তারিখের এই ট্রেনটি বাতিল করা হয়েছে।

৫. ০৮১৩৬ দিঘা পাঁশকুড়া লোকাল ২৭ তারিখ বাতিল

৬.০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল। ২৭ মে সোমবার তা বাতিল করা হয়েছে।

৭. ২২৮৮৯ দিঘা পুরী সুপার ফাস্ট সাপ্তাহিক ট্রেন- এই ট্রেনটি রবিবার দিঘার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়তে চলেছে।

৮. ২২৮৯৮ দিঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ২৬ তারিখ বাতিল করে দেওয়া হয়েছে।

Cyclone Remal Update : ১১০ কিলোমেটার বেগে ঝড়, রবিবারে আছড়ে পড়বে রিমেল?

রিমেল মোকাবিলায় প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। লালবাজারে রিমেলের জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমে তৈরি করা হয়েছে ‘ইউনিফাইড কমেন্ট সেন্টার’ । যেখানে পুলিশ আধিকারিকেরা ছাড়াও রয়েছেন দমকল, পূর্ত দফতর, বিদ্যুৎ , বন দফতর, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভার প্রতিনিধিরা।

রিমেল ‘রোষ’-এ শনি থেকেই বৃষ্টি, বাংলায় কী প্রভাব এই সাইক্লোনের?

৯৪৩২৬১০৪২৮ এবং ৯৪৩২৬১০৪২৯ এই দুটি নম্বরে ফোন করে লালবাজারের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং সাহায্য চাওয়া সম্ভব হবে। সাইক্লোনের অবস্থানের উপর ক্রমাগত নজরদারি করছে আবহাওয়া দফতর, জানা যাচ্ছে এমনটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version