লোকসভা নির্বাচনের প্রচারে বারেবারে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ- বিজেপির শীর্ষ নেতাদের কণ্ঠে উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ। শেখ শাহজাহানের গ্রেফতারি, মহিলাদের দাবি-বিক্ষোভ নিয়ে তপ্ত হয়েছিল বঙ্গ রাজনীতি। কিন্তু, কয়েক সপ্তাহ আগে সন্দেশখালি প্রসঙ্গে বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি ভিডিয়ো ভাইরাল হয় (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল)। সেখানে এই নেতাকে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা ‘সাজানো’। এরপরেই পালটা আসরে নামে তৃণমূলও।আগামী ১ জুন সন্দেশখালিতে নির্বাচন। তার আগে রবিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে বাদুড়িয়াতে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিয়োকে সামনে রেখে তোপ দাগেন বিজেপিকে।

অভিষেক বলেন, ‘বসিরহাট লোকসভা কেন্দ্রে শেষ দফায় ভোট-১ জুন। আর ভোটের ফলাফল বার হবে ৪ জুন। তবে মে মাসেই সন্দেশখালির প্রকৃত সত্যটা সামনে চলে এসেছে। তাই আমি মনে করি বসিরহাট লোকসভা কেন্দ্রের ফলাফল ৪ জুন নয়, মে মাসের ৪ তারিখ বেরিয়ে গিয়েছে।’

অভিষেকের সংযোজন, ‘সন্দেশখালির যে ভিডিয়ো জনসমক্ষে এসেছে সেখানে বিজেপির মণ্ডল সভাপতি স্বীকার করছেন সেখানে কোনও ঝামেলা হয়নি, ধর্ষণ হয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য ছক কষা হয়েছে। মহিলাদের ২ হাজার টাকা দিয়ে ধর্ষণের মতো ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করানো হয়েছে। এভাবে বাংলার পাঁচ কোটি মহিলাদের অসম্মান করেছে বিজেপি।’

উল্লেখ্য, বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে। অন্যদিকে, সেলেব মুখ নুসরত জাহানের বদলে এই কেন্দ্র থেকে তৃণমূল এবার প্রার্থী করেছে ‘ভূমিপুত্র’ হাজি নুরুল ইসলামকে।

তিন লাখ মার্জিনে হারবেন রেখা! শাহজাহান-বাণীতে তুঙ্গে বিতর্ক

এদিকে সাইক্লোন রিমেলের প্রভাব উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই এদিন দলীয় কর্মীদের বিশেষ বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্যোগের সময় সমস্ত দলীয় কর্মীদের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মানুষের ঢল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে এদিন সভা বাতিল করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে নিজের বক্তব্য সারেন সংক্ষেপেই। পাশাপাশি আবহাওয়ার কথা মাথায় রেখে এদিন বক্তব্য সংক্ষেপেই শেষ করেন তিনি। ফের বাদুড়িয়ার আসবেন তিনি, সভার শেষে কথা দিয়ে যান স্থানীয় বাসিন্দাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version