শনিবার থেকেই উত্তাল দিঘার সমুদ্র। জলোচ্ছ্বাস শুরু হয়েছে। সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে পর্যটকদের সরানো হয়েছে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতে চলছে মাইকিং। ইয়াস, বুলবুল, ফণির ‘ভয়াবহ হামলা’-র ক্ষতচিহ্ন মনে করে আতঙ্কিত জেলার মানুষ। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেল। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের সচেতন করার জন্য শুরু হয়েছে মাইকিং। শনিবার শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে রিমেল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।

শনিবার কাঁথিতে নির্বাচন ছিল। একই সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দিঘার হোটেলগুলিতে পর্যটকদের সংখ্যা হাতে গোণা। কেউ যাতে কোনওভাবেই সমুদ্র থেকে নিরাপদ দূরত্ব পার না করে সেই জন্য করা হচ্ছে মাইকিং।

২৫ মে শনিবার সন্ধ্যা থেকে দিঘাজুড়ে মাইকিং করে সতর্ক করার পদক্ষেপ করা হয়েছে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর দ্বীপের মাঝে ল্যান্ডফল করতে পারে রিমেল। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড় রূপে তা অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে, দিঘা থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে তা অবস্থান করছে।

এই সাইক্লোনের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই মৎসজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন, সূত্রের খবর এমনটাই।

দুয়ারে রিমেল! বিপদে পড়লে ফোন করবেন কোথায়? রইল জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বর

লালবাজারে ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার পক্ষ থেকেও পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version