এরই সঙ্গে, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ডিজি পার্ক এবং স্কোয়ারকে উপড়ে পড়া গাছগুলি দ্রুত অপসারণের জন্য পর্যাপ্ত সংখ্যক গাছ কাটার যন্ত্র-সরঞ্জাম এবং অত্যাধুনিক সমস্ত গাছ কাটার মেশিন ও বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। মোমিনপুর, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা ইত্যাদি জায়গায় অর্থাৎ কলকাতায় জল জমে এমন এলাকায়, জমা জল সরাতে পাম্পিং স্টেশনগুলি পরিচালনা এবং বহনযোগ্য পাম্প স্থাপনের জন্য বিভাগীয় ডিজিকে নির্দেশ দিয়েছেন।
ডিজিকে (লাইটিং অ্যান্ড ইলেকট্রিসিটি) নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ল্যাম্পপোস্টের ফিডার বক্স চেক করে রাখার জন্য। মেয়রের নির্দেশ অনুসারে, ল্যাম্পপোস্ট কিয়স্কে বিজ্ঞাপনের অনুমতি ও লাইসেন্স প্রদান বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞাপন বিভাগ থেকে সংশ্লিষ্ট সকলকে কাঠামো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও শহর জুড়ে অতিরিক্ত ৩৫০ টি অতিরিক্ত পাম্প তৈরি রাখা হয়েছে। এছাড়া আলাদা ভাবে প্রস্তুত রাখা হচ্ছে ২০ থেকে ২৫ টি অতিরিক্ত পাম্প। এজন্য বরো এগজিকিউটিভদের সঙ্গে নিকাশি বিভাগের সমন্বয়ে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুর কমিশনারের তরফে। জানা গিয়েছে, বৃষ্টি চলাকালীন একাধিক এলাকায় ম্যানহোল খুলে জল নামানোর চেষ্টা চলবে। চারটি স্থায়ী পাম্পিং স্টেশন এবং সমস্ত পকেট লগ খোলা থাকবে ২৪ ঘণ্টা। দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য দু’দিন পাম্পিং স্টেশন ও পকেট লগের কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার উচ্চ পদস্থ অফিসাররা। স্থায়ী পাম্পিং স্টেশনের পাশাপাশি এবছর জল নামাতে ১৮৬টি পোর্টেবল পাম্প লাগাচ্ছে নিকাশি বিভাগ। প্রতিটা লক গেট-এর উপর নজরদারি বাড়ানো হয়েছে।
কলকাতা পুরসভায় একাধিক বরোয় দুর্যোগ পরিস্থিতিতে স্টেশন ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। বরো ১ -এর জন্য 99036207678, বরো ২ -এর জন্য 9433288055 বরো ৩ -এর জন্য 7003322615, বরো ৪ -এর জন্য 9831344999, বরো ৫ -এর জন্য 9831911972, বরো ৬ -এর জন্য 9433365876 যোগাযোগ নম্বর।