অশীন বিশ্বাস, বরাহনগর
তেঁতুল পাতায় ২২ জন! বাংলা প্রবাদ বাক্য অনুযায়ী সংখ্যাটা খানিকটা বেমানান শোনালেও এটাই এ বার বাস্তব বরাহনগরে। সৌজন্যে দমদম লোকসভা এবং বরাহনগর বিধানসভার উপনির্বাচন। দু’টি নির্বাচন মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ২২। ফলে এজেন্টের সংখ্যাটাও ২২ হওয়াটাই স্বাভাবিক।এখানেই চিন্তা বেড়েছে কমিশনের। সব প্রার্থীর হয়ে যদি একজন করে এজেন্ট বুথে বসেন সেক্ষেত্রে তাদের জন্য বসার সঠিক ব্যবস্থা করাই এখন কমিশনের কাছে চ্যালেঞ্জ। এ বার ভোটে বরাহনগরবাসী দু’টি ভোট একসঙ্গে দেবেন। আগামী পয়লা জুন শেষ দফায় দমদম লোকসভার ভোটের সঙ্গে রয়েছে বরাহনগর বিধানসভারও উপনির্বাচন।

পাশাপাশি দু’টি ইভিএমে ভোট দেবেন বরাহনগরের বাসিন্দারা। একসঙ্গে দু’টি ভোট চিন্তা বাড়িয়েছে কমিশনের৷ দমদম লোকসভায় প্রার্থীর সংখ্যা ১৪। আর বরাহনগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন ৮ জন। সব মিলিয়ে সংখ্যাটা ২২। তৃণমূল, সিপিএম, বিজেপির মতো রাজনৈতিক দলের প্রার্থীরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অনেক নির্দল প্রার্থী। প্রত্যেক প্রার্থী পিছু যদি একজন করে এজেন্ট বসেন, সে ক্ষেত্রে তাঁদের কী ভাবে, কোথায় বসানো হবে সেটিই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কমিশনের।

ছোট বুথগুলির ক্ষেত্রে চিন্তা আরও বেশি। তবে কমিশন ইতিমধ্যে তাদের মতো করে পরিকল্পনা শুরু করেছে, যাতে কোনও এজেন্টের বুথে বসতে অসুবিধা না হয়। বরাহনগরে এ বার মোট বুথের সংখ্যা ২৫২। এর মধ্যে ৩২টি ছোট বুথকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। যেখানে একসঙ্গে ২২ জন এজেন্ট উপস্থিত হলে তাঁদের একসঙ্গে বসতে দেওয়া অসম্ভব।

সেই কথা মাথায় রেখে ইতিমধ্যে চিহ্নিত ওই ছোট বুথগুলিতে অস্থায়ী কাঠামো করার প্রস্তুতি শুরু করেছে কমিশন। এজেন্টের চাপ কমাতে সর্বদলীয় বৈঠক করে কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির কাছে লোকসভা ও বিধানসভার জন্য বুথে একজন করে প্রতিনিধি বসানোর অনুরোধ করা হয়েছে।

Lok Sabha Election 2024 : ‘ছাপ্পা’ ভোটের ভিডিয়ো! তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

প্রধান রাজনৈতিক দলগুলির অভিমত, কমিশনের কথা তারা অবশ্যই মান্যতা দেবে। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, প্রধান কয়েকটি রাজনৈতিক দলের বাইরে নির্দল প্রার্থীদের এজেন্ট সেই অর্থে থাকেই না। বরাহনগরের উপ পুরপ্রধান দিলীপ নারায়ণ বসু বলেন, ‘মূল কয়েকটি রাজনৈতিক দলের বাইরে এজেন্ট সাধারণত থাকে না। ফলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে।’

বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘সব বুথে সমস্যা হবে না বলে আমার ধারণা। হলে নিশ্চয় কমিশন তার মতো করে প্রস্তুতি নেবে।’ বরাহনগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বলেন, ‘আয়োজন কী ভাবে হবে সেটা কমিশনের দেখার বিষয়। আমাদের তরফে যেটুকু সহযোগিতা করার আমরা করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version