সাইক্লোন রিমেলের থাবার বাংলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে চার জনের। এবার তাঁদের পরিবারদের সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের পরিবারদের আর্থিক সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি। এখনও রাজ্যে শেষ দফার নির্বাচন বাকি। ফলে লাগু রয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। ফলে তা সরে যাওয়ার পর এই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার রাতে আছড়ে পড়ে রিমেল। আগে থেকেই তৎপর ছিল প্রশাসন। যে এলাকাগুলিতে সংকটের সম্ভাবনা ছিল সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে ‘সেল্টার হোমে’ নিয়ে যাওয়া হয়। পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

রিমেল আছড়ে পড়ার পর সোমবার এক্স (আগের নাম টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। প্রতিবছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবারেও সাইক্লোন ‘রিমেলে’র প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু, সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম।’

রাজ্যের প্রশাসনিক প্রধান আরও লিখেছেন, ‘নিহতদের পরিবারবর্গকে আমার আন্তরিক সমবেদনা জানাই। তাঁদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বণ্টন আইন-মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয় আরও গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব।’

Cyclone Remal: সন্ধে থেকেই তুমুল দুর্যোগ সতর্কবার্তা হাওয়া অফিসের

নির্বাচনী বন্দোবস্তের ব্যস্ততা থাকা সত্ত্বেও প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ছিল বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মুখ্যসচিব থেকে শুরু করে আমার রাজ্যের সম্পূর্ণ সচিবালয়, জেলা প্রশাসন থেকে ব্লক প্রশাসন – দুর্যোগের মোকাবিলায় সকলে সংহতভাবে সবসময় মানুষের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। দুই লাখ মানুষকে নিরাপদ জায়গায় ১৪০০ শিবিরে সরানোর কৃতিত্ব আমাদের পুরসভা – পঞ্চায়েতগুলিরও। এজন্য আমি রাজ্য ও স্থানীয় প্রশাসনের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।’

প্রবল গতিতে ধেয়ে আসছে সাইক্লোন রিমেল, শিকলে বাঁধা হল ট্রেনের চাকা

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট ঘুরে বেড়াচ্ছে সাইক্লোন রিমেলকে নিয়ে। কিন্তু, সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি জানি, এই দুর্যোগে আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না। পরিস্থিতির মোকাবিলায় যা যা করণীয়, আমরা সবটাই করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version