Embed

Press CTRL+C to copyX

<iframe src=”https://tvid.in/1xvqycx96l/lang?autoplay=false” style=”height: 100%; width: 100%; max-height: 100%; max-width: 100%; visibility: visible;” border=”0″ frameBorder=”0″ seamless=”” scrolling=”no” allowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowtransparency=”true”></iframe>

পুষ্পা দ্য রাইজের পর এবার পুষ্পা দ্য রুল নিয়ে হাজির হতে চলেছেন রশ্মিকা-আল্লু। ফের কি একবার বড় পর্দায় মারকাটারি কেমিস্ট্রি দেখা যাবে এই দুই তারকার? বলিউডে যতটা সাফল্য রশ্মিকা আশা করেছিলেন, অ্যানিমাল তা তাঁকে এনে দেয়নি। বরং তৃপ্তি দিমরি সিংহভাগ লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন। এবার তাঁর সামনে আরও একবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। ফের একবার ন্যাশনাল ক্রাশ হওয়ার সুযোগ। আজই আবার মুক্তি পেতে চলেছে আল্লু-রশ্মিকার একটি গান। বুধবার ভোরে মুম্বই ছাড়লেন রশ্মিকা। এয়ারপোর্টে তাঁকে বেশ ক্লান্তই দেখাল। তবুও ফ্যানের আবদার মেটানো আর সেই মিলিয়ন ডলার স্মাইল, বাদ গেল না কিছুই। আপনিও কি রশ্মিকা-আল্লু অর্জুনের ফ্যান? দেখেছেন পুষ্পা ১?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version