এই সময়: বাম ছাত্র আন্দোলন করেই তাঁর আসল পরিচিতি। অবশ্য এখন এসএফআই ছেডে় সরাসরি সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তিনি। ২০২১-এ প্রথম প্রার্থী হন সিঙ্গুর বিধানসভায়। সেই সিঙ্গুর যেখানে টাটাদের গাড়ি কারখানা নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য এবং দেশ। পরিবর্তনের সেই ভরকেন্দ্রেই বামফ্রন্টের প্রার্থী হয়েছিলেন সৃজন ভট্টাচার্য।কিন্তু সে বার খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। তিন বছর বাদে তাঁকেই বাজি রেখে যাদবপুর লোকসভায় হারানো জমি ফিরে পেতে চাইছে বামেরা। এই সেই যাদবপুর যেখান থেকে জিতে সোমনাথ চট্টোপাধ্যায় সংসদে গিয়েছিলেন, এই যাদবপুরেই দীর্ঘদিন বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

কিন্তু আবার এই যাদবপুরই নানা অঘটনও ঘটিয়েছে। সোমনাথকে হারিয়ে দিয়েছেন রাজনীতিতে নবাগতা মমতা বন্দ্যোপাধ্যায়, ২০১১ সালে পরিবর্তনের সময়ে এখান থেকেই হেরে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যও। আবার কি কোনও অঘটন ঘটাবেন সৃজন? প্রার্থী মনে করেন, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে নিজেদের দিকে টেনে আনতে পারলেই হারানো গড় ফিরে পাওয়া সম্ভব হবে।

নিজেদের দিকে টেনে আনার প্রক্রিয়ায় অবশ্য বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়ছেন না তরুণতূর্কি বাম প্রার্থী। শহর থেকে গ্রাম, ফ্ল্যাটবাড়ি থেকে মাটির বাড়ি- সর্বত্র কমরেডদের সঙ্গে নিয়ে প্রচারে ঝড় তুলছেন সৃজন। বামপ্রার্থীকে কাছে পেয়ে মানুষও উচ্ছ্বসিত। কিন্তু হারানো জমি ফেরত পাওয়া কি এতটাই সহজ হবে?

সৃজনের বক্তব্য, ‘আমরা চাকরির দাবিতে রাস্তায়, সম কাজে সম মজুরি, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কর্ম সংস্থান, গ্রামাঞ্চলে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি থেকে এলাকার সামগ্রিক উন্নয়নের পক্ষে কথা বলছি।’ ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা থাকায় লড়াকু মানসিকতাকে ভোট রাজনীতিতেও কাজে লাগাচ্ছেন সৃজন। যেখানে যেখানে বাধা পাচ্ছেন তিনি পাল্টা প্রতিরোধও গড়ে তুলছেন।

Srijan Bhattacharya : হাওয়াই চটি পরেই সৃজন চাইছেন হাওয়া ঘোরাতে

তাঁর হয়ে প্রচারে এসেছেন সর্বভারতীয় বাম নেতৃত্ব। তবে এখানে বাড়ি বাড়ি নিবিড় জনসংযোগই বামেদের প্রচারের মূল স্ট্র্যাটেজি। তবু কাঁটা রয়েছে নিজেদের ঘরেই। ভাঙড়ের বিধায়ক আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকি এখানে আলাদা করে প্রার্থী দিয়েছেন। একদা জোটসঙ্গীর এই পৃথক চলন কতটা কাঁটা হয়ে দাঁড়ায় সেটাই বার বার ভাবাচ্ছে বাম নেতৃত্বকে।

কিন্তু কনফিডেন্ট সৃজন। তাঁর বক্তব্য, ‘তৃণমূলকে হারাতে পারে যাঁরা তাঁদের সঙ্গেই মানুষ রয়েছে। এখানে বিজেপিও কিছু করতে পারবে না। তৃণমূল বিরোধী সব ভোট বামপন্থীরাই পাবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version