লোকসভা নির্বাচনের শেষ দফায় দিনভরই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর উঠে এসেছে। ঝরেছে রক্তও। এমনকী প্রার্থীদেরও বচসা ও ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। এই পরিস্থিতিতে মাথায় হেলমেট পরে ভোট দিতে আসতে দেখা গেল এক ভোটারকে। এমনই অবাক করা চিত্র ধরা পড়ল বারাসাত লোকসভার পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ ভোটগ্রহণ কেন্দ্রে। সেখানে এক ভোটারকে মাথায় হেলমেট পরে, পায়ে হেঁটে এসে ভোটের লাইনে দাঁড়াতে দেখা যায়। কিন্তু কেন এমন কাজ? ওই ভোটারের উত্তর ‘আতঙ্ক’।সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোটকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাজনৈতিক কর্মী সমর্থকদের পাশাপাশি অনেক জায়গায় বাধার মুখে পড়েন ভোটাররাও। ফলে ভোটারদের একাংশের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। অনেক জায়গাতেই ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে মাথায় হেলমেট পরে ভোট দিতে পৌঁছন বারাসত লোকসভা এলাকার বাসিন্দা সৌর মণ্ডল। তিনি জানান, ভোটে সন্ত্রাসের আবহে অশান্তি থেকে মাথা বাঁচাতেই এমন সিদ্ধান্ত তাঁর। সৌরর এহেন কাণ্ডকারখানা দেখে হতবাক লাইনে দাঁড়ান অন্যান্য ভোটারাও।

উল্লেখ্যে এদিন সকাল থেকেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়াতে দেখা যায়। উত্তর ২৪ পরগনারই সন্দেশখালিতে ভোটের দিন ছড়ায় উত্তেজনা। বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন গ্রামবাসীরা৷ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে চলল ইট ও পাথর বৃষ্টি৷ পালটা লাঠি নিয়ে তেড়ে গেল বাহিনীও৷ বাসন্তী হাইওয়েও অবরোধ করেন বিক্ষোভকারীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র৷

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ ছড়ায় উত্তেজনা। ঘটনায় আহত হন তৃণমূলের দুই কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আহত তৃণমূল কর্মীদের নাম তন্ময় হালদার এবং বিশ্বনাথ অধিকারী। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

ওই জেলার ভাঙড়েও দিনভর দফায় দফায় অশান্তি ছড়াতে দেখা যায়। এমনকী সকালে কুলতলিতেও ছড়ায় ব্যাপক অশান্তি। এদিন কুলতলির মেরিগঞ্জে ৪০ ও ৪১ নম্বর বুথে এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকী গ্রামের মহিলাদেরও ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠে আসে। এরপরেই গ্রামের মহিলারা একজোট হয়ে ইভিএম ও ভি ভি প্যাট পুকুরের জলে ফেলে দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version