Embed

Press CTRL+C to copyX

<iframe src=”https://tvid.in/1xvq37396l/lang?autoplay=false” style=”height: 100%; width: 100%; max-height: 100%; max-width: 100%; visibility: visible;” border=”0″ frameBorder=”0″ seamless=”” scrolling=”no” allowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowtransparency=”true”></iframe>

জালিমা গানের জন্য গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। শ্রেয়া ঘোষালের গাওয়া এই বিখ্যাত গানে অভিনেত্রীর নাচ বেশ মন কেড়েছে অনুরাগীদের। এ দিন এয়ারপোর্টে দেখা মিলল মৌনী রায়ের। শহর ছাড়ছেন তিনি। সাদা ক্রপ টপের সঙ্গে লং স্কার্টের স্টাইলিংয়ে মৌনী ছিলেন বরাবরের মতোই নজরকাড়া। তবে শুধু মৌনী নন, এ দিন এয়ারপোর্টে দেখা গেল রোহিত রায়কেও। স্ত্রী মানসীর সঙ্গে মুম্বইয়ের বাইরে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি কিটো ডায়েট করে ১৬ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা। তাঁর ফিট অ্যান্ড ফাইন ফিজিক এ দিন নজর কাড়ে সকলেরই। সাদা লিনেন শার্ট আর ব্লু সানগ্লাসের সঙ্গে স্টাইলিং এই গরমে হতে পারে দারুণ ফ্যাশন ইনসপিরেশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version