গণনার শুরুতে বীরভূম কেন্দ্রে এগিয়ে রয়েছেন শতাব্দী রায়। বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল বীরভূম লোকসভা কেন্দ্র। এই জেলার তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে ঘিরেই এই কেন্দ্রের রাজনৈতিক পরিমণ্ডল। গোরু পাচার কাণ্ডে তিনি বর্তমানে তিহাড় জেলে বন্দী। কেষ্ট মণ্ডলের অনুপস্থিতিতেই এবার তৃণমূল কংগ্রেস লড়াই করেছে এই কেন্দ্রে।বীরভূম লোকসভা কেন্দ্র মূলত দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাঁসান, নলহাটি, মুরারই এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত। গত বিধানসভা নির্বাচনে দুবরাজপুর বাদ দিয়ে এই লোকসভার অন্তর্গত বাকি ছয়টি বিধানসভা আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস।
২০১৯ সালে কেমন ফল ছিল এই কেন্দ্রে?
২০১৯ সালে কেমন ফল ছিল এই কেন্দ্রে?
প্রার্থীর নাম | দল | প্রাপ্ত ভোট |
শতাব্দী রায় | তৃণমূল কংগ্রেস | ৬,৫৪,০৭০ |
দুধকুমার মণ্ডল | বিজেপি | ৫,৬৫, ১৫৩ |
রেজাউল করিম | সিপিএম | ৯৬,৭৬৩ |
এবারও এই কেন্দ্র থেকে গত তিনবারের জয়ী সাংসদ শতাব্দী রায়কে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, প্রথমে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে এই কেন্দ্রে প্রার্থী করা হলেও সেটা বাতিল হয়। পরে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়। মিল্টন রশিদকে প্রার্থী করে কংগ্রেস।
আপডেট জানতে পেজটি রিফ্রেশ করুন…