কিরণ মান্না: ‘জয় জগন্নাথ’। লোকসভা ভোটে ওড়িশায় বিজেপির ফলে উচ্ছ্বসিত এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘আমাদের আশ্রয়স্থল হবে। আমাদের যখন এখানে মারধর করবে. ওডিশায় গিয়ে ধর্মেন্দ্র প্রধানের আশ্রয়ে আমরা থাকতে পারব’।

আরও পড়ুন:  WB Lok Sabha Winers List: রাজ্যজুড়ে জিতলেন কারা, হারলেন কোন প্রার্থীরা, দেখে নিন একনজরে

আসন সংখ্যা বেড়েছিল গতবারেই। এবার লোকসভায় ওডিশায় ছুটল বিজেপি বিজয়রথ! পড়শি রাজ্যে ধুয়েমুছে সাফ হয়ে গেল নবীন পট্টনায়েকের বিজেডি। ২১ আসনের মধ্যে বিজেপি একাই জিতল ১৯টিতে। মাত্র একটি আসনে জিতেছে বিজেডি, আর একটি কংগ্রেস।

শুভেন্দু বলেন, ‘যে আসনগুলিতে বিজেপি যাতে বিজেপি জিতেছে, সেখানে নিজেদের আনন্দ যাতে অপরের সমস্যার কারণ না যাতে হয় সেই দিকে বেশি করে নজর দেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে’।

এদিকে গতবার বাংলাতে বিজেপির ফল ছিল চমকপ্রদ। ১৮ আসনে জিতেছিল গেরুয়াশিবির। তৃণমূলের দখলে ছিল ২২ আসন, আর কংগ্রেসের ২। এবার? এক্সিট পোলকে ভুল প্রমাণ বেনজির সবুজ ঝড়। সিংহভাগ আসনেই জিতেছে তৃণমূল।

আরও পড়ুন:  Berhampore Lok Sabha Election Result 2024: ‘হাত’ছাড়া বহরমপুর! ‘আমি কোন অজুহাত দেব না’, বললেন অধীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version