West Bengal Lok Sabha Election 2024 Winners and Loosers List: বুথ ফেরত সমীক্ষার ফল উল্টে বিরাট জয়ের পথে তৃণমূল কংগ্রেস। যে বিজেপিকে রাজ্যে কুড়িটিরও বেশি আসন দিয়েছিল বুথফেরত সমীক্ষা সেই বিজেপি তার কাছাকাছিই যেতে পারেনি। বরং তৃণমূল কংগ্রেস এখনওপর্যন্ত ৩২ আসনে এগিয়ে। রাজ্যে এখনওপর্যন্ত উল্লেখযোগ্য যেসব প্রার্থী জিতেছেন তাদের মধ্যে রয়েছে ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসানসোলে শত্রঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ,বহরমপুরে ইউসুফ পাঠান, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র। হেরেছেন দুই কেন্দ্রী মন্ত্রী, বাঁকুড়ায় সুভাষ সরকার ও কোচবিহারের নিশীথ প্রামাণিক।

আরও পড়ুন-‘কংগ্রেস আমাদের একটু আন্ডার এস্টিমেট করে!’, ইন্ডিয়ার পাশে থেকেও ক্ষোভ মমতার

সন্দেশখালিকে কেন্দ্র করে এবার উত্তাল হয়েছিল রাজ্য। সেই বসিরহাট কেন্দ্র বিপুল ব্যবধানে জিতেছেন হাজি নুরুল ইসলাম। হারলেন প্রবল হইচই ফেলে দেওয়া রেখা পাত্র। অন্যদিকে, বীরভূম কেন্দ্রে অনেকটই এগিয়ে রয়েছে শতাব্দী রায়। জিতেছেন সৌগত রায়ও।  সবথেকে বড় খবর হল বহরমপুরে হেরে গেলেন অধীর চৌধুরী। বাইরের রাজ্য থেকে এসে টি ২০-র কায়দায় অধীর করে উড়িয়ে দিলেন ইউসুফ পাঠান। এখনওপর্যন্ত যেসব ফল সানে এসেছে সেগুলি হল-

১. আলিপুরদুয়ার
মনোজ টিগ্গা(বিজেপি) জয়ী/ প্রকাশ চিকবরাইক(তৃণমূল কংগ্রেস)

২. আরামবাগ
মিতালী বাগ(তৃণমূল কংগ্রেস) জয়ী/ অরূপকান্তি দিগার(বিজেপি)

৩. আসানসোল
শত্রুঘ্ন সিনহা(তৃণমূল কংগ্রেস) জয়ী/ এসএস আলুওয়ালিয়া(বিজেপি)


বহরমপুর
ইউসুফ পাঠান(তৃণমূল কংগ্রেস) জয়ী/ অধীর চৌধুরী(কংগ্রেস)


বালুরঘাট
সুকান্ত মজুমদার(বিজেপি)/ বিপ্লব মিত্র(তৃণমূল কংগ্রেস)


বনগাঁ

শান্তনু ঠাকুর(বিজেপি) জয়ী/ বিশ্বজিত্ দাস(তৃণমূল)

বাঁকুড়া

অরূপ চক্রবর্তী(তৃণমূল) জয়ী/ সুভাস সরকার(বিজেপি)

বারাসাত
কাকলি ঘোষ দস্তিদার(তৃণমূল কংগ্রেস) জয়ী/স্বপন মজুমদার(বিজেপি)

বর্ধমান পূর্ব

ডা শর্মিলা সরকার(তৃণমূল কংগ্রেস) জয়ী/ অসীম সরকার (বিজেপি)

১০

বর্ধমান দুর্গাপুর

কীর্তি আজাদ(তৃণমূল কংগ্রেস) জয়ী/ দিলীপ ঘোষ(বিজেপি)

১১

ব্যারাকপুর

পার্থ ভৌমিক(তৃণমূল কংগ্রেস) জয়ী/ অর্জুন সিং(বিজেপি)

১২

বসিরহাট
সেখ নুরুল ইসলাম(তৃণমূল কংগ্রেস) জয়ী/ রেখা পাত্র(বিজেপি)

১৩
বীরভূম

শতাব্দী রায়(তৃণমূল কংগ্রেস) জয়ী/ দেবতনু ভট্টাচার্য(বিজেপি)

১৪

বিষ্ণুপুর
সৌমিত্র খাঁ(বিজেপি) জয়ী/ সুজাতা মণ্ডল(তৃণমূল)

১৫

বোলপুর
অসিত কুমার মাল(তৃণমূল কংগ্রেস) জয়ী/ পিয়া সাহা(বিজেপি)

সবিস্তারে আসছে…..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version