লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির ভাগ্যে জুটেছে মাত্র ১২টি আসন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বঙ্গের ১৮টি কেন্দ্র গিয়েছিল বিজেপির ঝুলিতে। সবমিলিয়ে এই লোকসভায় গতবারের থেকে ৬টি আসন কম পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, রাজ্যজুড়ে সবুজ ঝড়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ২৯টি আসনে জয়ী তৃণমূল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র ধরে রাখতে পেরেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কিন্তু, তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সঙ্গে তাঁর ভোটের ব্যবধান মাত্র ৫ হাজার ৫৬৭।জয়ী হয়েও এই ব্যবধান নিয়ে জোর জল্পনা চলছে। এরই মধ্যে রাজ্যে বিজেপির ফলাফল নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন সৌমিত্র খাঁ। দলের কিছু সাংসদের ‘অহংকার হয়েছিল’ বলে দাবি করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি ‘সিস্টেম’-এর জন্য তৃণমূল জিতেছে, একটি সংবাদ মাধ্যমে দাবি সৌমিত্র খাঁর।

পাশাপাশি দলের একাংশের উপর ক্ষোভ প্রকাশ করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাজ্য রাজনীতিতে যাঁরা জয়ী হননি তাঁরা রাজ্য চালাবেন তা হতে পারে না। রাজনীতিটা বোঝা প্রয়োজন। অহংকার ত্যাগ করতে হবে। আমাদের অনেক সাংসদের অহংকার হয়েছিল।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছিলেন বলে দাবি করেছেন সৌমিত্র খাঁ। মহিলা এবং সংখ্যালঘু ভোট গিয়েছে তৃণমূলের ভাণ্ডারেই, অকপট স্বীকারোক্তি সৌমিত্র খাঁর।

নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের প্রশংসা করতে শোনা যায় সৌমিত্র খাঁকে। তিনি বলেন, ‘সুজাতা লড়াইটা দারুন করেছে। ওকে দেখে মহিলারা ভোট দিয়েছেন।’ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে তৃণমূলের পক্ষে গিয়েছে, স্পষ্ট তা জানিয়েছেন সৌমিত্র। তিনি বলেন, ‘আমাদের দলের অনেক কর্মীর স্ত্রী ভোট দিয়েছে তৃণমূলে। এটা লক্ষ্মীর ভাণ্ডারের ফল।’

হঠাৎ দেখা, গণনাকেন্দ্রে কথা না হলেও চোখাচোখি সৌমিত্র-সুজাতার

পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য ছাড়া এই ১২টি আসনে জয়লাভও সম্ভব হত না বলে দাবি এই বিজেপি নেতার। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিজেপির একাধিক ‘হেভিওয়েট প্রার্থী’ রীতিমতো মুখ থুবড়ে পড়েছেন। এর মধ্য়ে রয়েছে নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, দিলীপ ঘোষ, এস এস আলুওয়ালিয়া। যা গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তার উপর সৌমিত্রর মুখে এই ধরনের মন্তব্যের পর কানাঘুষো চলছে রাজনৈতিক মহলের অন্দরে।
উল্লেখ্য, সুজাতা মণ্ডলকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সৌমিত্রকে টাফ ফাইট দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version