১২ বগির ট্রেন চালানোর জন্য শিয়ালদায় চলছে রেলের কাজ। আর তার জেরে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের ১-৫ নম্বর প্ল্যাটফর্ম। ফলে সকাল থেকেই ট্রেনে ভোগান্তির অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন যাত্রীরা। ফলে বাসেও ব্যাপক ভিড়। বিভিন্ন বাস স্টপে লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পাশাপাশি শাটল ট্যাক্সি বা ওই ধরনের গাড়িতেও বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছেন কেউ কেউ। এমনকী বাড়তি ভাড়া দিতে রাজি থাকলেও অনেক সময় তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এই বিষয়টি রেলের তরফে বেশি করে প্রচার করা হয়নি বলে দাবি কোনও কোনও যাত্রী।এদিকে আবার যাত্রীদের কেউ কেউ জানাচ্ছেন, ট্রেন সঠিক সময়ে মূল স্টেশন থেকে ছাড়লেও পরবর্তীতে বিভিন্ন স্টেশনে ১০, ১৫ মিনিট করে দাঁড়িয়ে যাওয়ায় গরমে নাজেহার হতে হচ্ছে তাঁদের। যাত্রীরা আরও জানাচ্ছেন, ১৫-২০ মিনিট দেরি হলেও প্রধান সমস্যা তৈরি হয়েছে দমদম থেকে বিধাননগর পৌঁছনোর ক্ষেত্রে। কারণ অনেক ট্রেনই দমদম ক্যান্টনমেন্ট বা দমদম জংশন পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে। ফলে বিধাননগর বা শিয়ালদা স্টেশনে পৌঁছনোর ক্ষেত্রে তৈরি হচ্ছে সমস্যা।


শান্তনু বেরা নামে এক যাত্রী বলেন, ‘বারাসত থেকে রোজ ট্রেনেই যাতায়াত করি। সমস্যা হল, দমদম পর্যন্ত ট্রেন যাচ্ছে। কিন্তু আমায় বিধাননগর পর্যন্ত যেতে হয়। কারণ আমার অফিস সল্টলেকে। আজ বাস চাড়া উপায় নেই। কিন্তু সেখানেও সমস্যা, কারণ যানজট হয়। তা সত্ত্বেও বাসের জন্য অপেক্ষা করছি। অসুবিধা তো হচ্ছেই। যাঁরা বনগাঁ বা বসিরহাট থেকে আসছেন, তাঁদের আরও বেশি সমস্যা হচ্ছে।’ কোনও কোনও যাত্রী আবার জানাচ্ছেন, শুক্রবার সকাল থেকে ট্রেনের এই সমস্যা চলছে। তবে সকালের দিকে ট্রেন তুলনায় কম দেরি করলেও, বেলা যত গড়িয়েছে ততই বাড়তে শুরু করেছে দেরির পরিমাণ। এদিকে অনেকে আবার স্টেশনে পৌঁছে ট্রেনের গণ্ডগোলের খবর শুনে বাড়ির পথ ধরছেন। কেউ আবার দমদম পর্যন্ত পৌঁছে বিকল্প পরিবহণে গন্তব্যে পৌঁছনোর পরিকল্পনা করছেন।
Sealdah Local Train News: শিয়ালদার ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, সকাল থেকেই ট্রেনে ভোগান্তির অভিযোগ যাত্রীদের

যদিও এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই সময় ডিজিটালকে জানান, দমদম পর্যন্ত যাতায়াত করছে মোট ৩৭টি ট্রেন। বাকিগুলি ট্রেনগুলি শিয়ালদা পর্যন্ত যাতায়াত করছে। ১-৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে, তবে বাকি প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যাতায়াত করছে। আর যে সমস্ত প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করছে, সেখানে ১২ বগির ট্রেন চালান হচ্ছে, যাতে মানুষের দুর্ভোগ কমানো যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version