জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট নিয়ে যত কম বলা যায় ততই ভালো। তবুও পদ্মাপারের দেশ ক্রিকেট খেলে, তবুও তারা স্বপ্ন দেখে ট্রফি জেতার। বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে আমেরিকায়। আগামিকাল অর্থাৎ শনিবার সাকিব আল হাসানদের (Shakib Al Hasan) টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। বাংলাদেশের প্রথম ম্য়াচ শ্রীলঙ্কার বিরুদ্ধে (BAN vs SL, T20 World Cup 2024)। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নামার ওয়ানিন্দু হাসারঙ্গাদের বিরুদ্ধে নামার আগে সাকিব হাসির ছলে সাংবাদিকদের যা বললেন, তা রীতিমতো ভাইরাল হয়ে গেল। 

 খোদ বিশ্বকাপে ‘বল বিকৃতি’! কাঠগড়ায় পাক নক্ষত্র, উঠল বিতর্কের ঝড়…

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে হারার আগে, আমেরিকার কাছে টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল নাজমুল হোসেইন শান্তর দল। তাঁদের শেষ সিরিজ জয় আসে ঘরের মাঠে জিম্বাবোয়ের বিপক্ষে। সাকিব যদিও বিশ্বকাপ খেলার আগে, এরকম দুর্বল দুই দলের বিরুদ্ধে প্রস্তুতি সারা নিয়ে আপত্তি তুলেছিলেন। গতবার অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ নিউ জিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল। সেখানে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষ। সেখানে এবার বাংলাদেশিরা নেট অনুশীলন সারলেন জিম্বাবোয়ে ও আমেরিকার মতো দুর্বল দলের বিরুদ্ধে খেলে। এটাই শুরুতে মানতে পারেননি সাকিব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে সাকিব সাংবাদিকদের বলেন, ‘দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি! আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি।’ এই কথা শোনার পরেই সাকিব ও বাকি বাংলাদেশি সাংবাদিকরা হাসিতে ফেটে পড়েন। ঘটনাচক্রে সাকিব নিঃসন্দেহে বিশ্বমানের অলরাউন্ডার। কিন্তু তিন খুব ভালো ভাবে জানেন যে, তাঁর টিম ঠিক কোথায় দাঁড়িয়ে। হয়তো সাকিব বুঝেই গিয়েছেন যে, এই বিশ্বকাপেও তাঁদের বেশি দূর যাওয়ার কোনও সম্ভাবনা নেই। ক্লান্ত সাকিব আর পারলেন না। তাই কঠিন মাটিতে দাঁড়িয়ে হাসির ছলেই আসল কথাটা বলে দিলেন। চলতি বছরের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল। বাংলাদেশের বিপক্ষে শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে দ্বীপরাষ্ট্রের দেশ। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। 

আমেরিকার নায়ক সৌরভ, মুম্বইয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাক বধে চর্চায় ‘ভারতীয়’!

বাংলাদেশ দলঃ সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেইন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, রিশাদ হোসেইন, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, জাকির আলি, তানজিদ হাসান, মেহেদি হাসান, তানবীর ইসলাম।

শ্রীলঙ্কা দলঃ ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চরিথ আশালঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাউইক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েললাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, মথিশা পাথিরানা ও দিলশান মধুশঙ্কা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version