লোকসভা নির্বাচনের প্রচার চলাকলানী এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই বদলি হয়ে যাওয়া আধিকারিকদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে কিনা, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে কৌতুহল বিস্তর। কমিশন আইপিএস রাজীব কুমারকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দিয়েছিলেন বিবেক সহায়কে। পরবর্তীতে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া হয়।
স্বাভাবিকভাবেই অনেকের মনেই কৌতুহল, ডিজিপি পদে কি রাজীব কুমারকে ফিরিয়ে আনা হবে? পাশাপাশি দীর্ঘ সময় ধরে দুয়ারে সরকার শিবির বন্ধ থাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। বিশেষ করে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলিতে নতুন কোনও নাম সংযুক্ত করা যাচ্ছিল না নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকায়। ফলে দুয়ারে সরকার শিবির পুনরায় চালু হওয়া নিয়ে এদিনের বৈঠক থেকে কোনও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী, মনে করা হচ্ছে এমনটাই।
পাশাপাশি দীর্ঘ সময় নির্বাচন চলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। সেগুলিতে গতি আনার জন্য এদিনের বৈঠক থেকে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে এমনটাই।
উল্লেখ্য, ভোট চলাকালীনই রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রিমেল। সেই সময় নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকার কারণে কাউকে কোনও ক্ষতিপূরণ দিতে পারেনি রাজ্য। জানা গিয়েছে, এবার এই সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং বিমার টাকা দেওয়ার জন্য নবান্ন উদ্যোগী। এই মাসের মধ্যেই যাতে দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়, সেই জন্য উদ্যোগ নিতে শুরু করেছে প্রশাসন।