মেট্রো টানেলের অভ্যন্তরে আকস্মিক বন্যার ক্ষেত্রে আটকে পড়া রেক থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য কীভাবে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে এনডিআরএফ এবং ডাব্লুবিএফএন্ডইএস দল মেট্রো কর্মীদের প্রশিক্ষিতকরা এবং পরমার্শ দেওয়া হয় এই মক ড্রিলের মাধ্যমে।
মেট্রোর মধ্যে জল ঢুকে গেলে যে কোনও জরুরী পরিস্থিতিতে মেট্রোর কর্মীদের সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এই মহড়ায় মেট্রোর বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ মে মেট্রো স্টেশনের ভেতরে জল ঢুকে যাওয়ার ঘটনা রীতিমতো হইচই পড়ে যায়। এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছিল শহরবাসীর। সেদিন দুপুর প্রায় ১২ টা পর্যন্ত এই জলের কারণে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা যায়নি। যেভাবে পার্কস্ট্রিট স্টেশনের ভেতরে সাবওয়েতে জল ঢুকত শুরু করে তাতে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। মেট্রোর লাইনে বিদ্যুৎ সংযোগ থাকে। ফলে যে কোনও সময় লাইনের ভেতরে জল ঢুকে বড় বিপদ ঘটতে পারত। যুদ্ধকালীন তৎপরতায় মেট্রোরেল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই ধরনের মহড়া মাঝেমধ্যেই মেট্রোয় করা হয়ে থাকে। যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই মহড়া করা হল। উল্লেখ্য, আগামী দিনে এই ধরনের বিপদসঙ্কুল কোনও পরিস্থিতি হলে যাতে মেট্রোর কর্মীরা সামাল দিতে পারেন, সেই কারণেই এই মহড়া বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।