রাজ্যে সবে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে হয়েছে উপনির্বাচনও। এরই মধ্যে বাংলায় চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। এই বিধানসভা কেন্দ্রগুলি হল রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা।উল্লেখ্য, আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ সময় পর এবার মানিকতলায় উপনির্বাচন হতে চলেছে। অন্যদিকে, লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। একুশের লোকসভা নির্বাচনে তাঁরা বিজেপির প্রতীকে লড়াই করেছিলেন। পরবর্তীতে এই বিধায়করা তৃণমূলে যোগদান করেন এবং লোকসভা নির্বাচনে প্রার্থী হন। যেহেতু তাঁরা বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন এবং লোকসভায় পরবর্তীতে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন, সেই জন্য বিধায়ক হিসেবে পদত্যাগ করেছিলেন তাঁরা। ফলে এই তিনটি বিধানসভা বিধায়ক শূন্য হয়ে পড়ে।

মুকুটমণি অধিকারীকে এবারের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। বনগাঁ থেকে তৃণমূল প্রার্থী করে বিশ্বজিৎ দাসকে এবং রায়গঞ্জের প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী।

কমিশনের নির্দেশিকা
অন্যদিকে, ২০২২ সালে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন। তাঁর মৃত্যুর পর আইনি জটিলতার কারণে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি। ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী, কোনও কেন্দ্রের বিধায়ক যদি ইস্তফা দেন বা তাঁর মৃত্যু হয় সেক্ষেত্রে ছয় মাসের মধ্যে উপনির্বাচন করতে হয় সেখানে। কিন্তু, এক্ষেত্রে একুশের বিধানসভা নির্বাচনের পর মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে নির্বাচনী পিটিশন দাখিল করেছিলেন হাইকোর্টে। প্রায় দুই বছর ধরে হাইকোর্টে মামলাটি চলে এবং পরে তা সুপ্রিম কোর্টে যায়। আইনি জটের কারণে সাধন পাণ্ডের মৃত্যুর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেখানে ভোট করা সম্ভব হয়নি। ফলে সমস্যায় পড়ছিলেন এলাকার বাসিন্দারা। এই মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও। সম্প্রতি মামলাটির নিষ্পত্তি হয়েছে।

ফলে সেই কেন্দ্রেও ভোট করার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন এবং মনোনয়নের স্কুটিনির শেষ তারিখ ২৪ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ জুলাই। গণনা হবে ১৩ জুলাই।

রাজ্যে লোকসভা নির্বাচনে কার্যত সবুজ ঝড় উঠেছিল। সেই প্রেক্ষাপটে চার কেন্দ্রের উপনির্বাচন সমস্ত দলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version