নিজের কেরিয়ার নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তাই অবসাদে ভুগছিলেন নূর মালবিকা দাস। কাজলের দ্য ট্রায়াল সিরিজের সহ-অভিনেতা নূর মালবিকা দাসকে তার মুম্বই অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিনেত্রীর মৃত্যুর পর পরিবারের সদস্যরা জানায়, তাঁর সিনেমার কেরিয়ার নিয়ে অসন্তুষ্ট ছিলেন।মাত্র ৩১ বছরে বয়সেই চলে গেলেন অভিনেত্রী নূর মালবিকা দাস। ওশিয়ারা পুলিস ঘরে ঢুকেই দেখে যে ফ্য়ান থেকে ঝুলছে দেহ, যা ইতোমধ্যেই পচন ধরেছে।
Source link