নবজোয়ার যাত্রায় বাংলায় মাটির কাছাকাছি থেকে সাধারণ মানুষের সমস্যা চাক্ষুষ করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিভিন্ন উদ্যোগগুলি মধ্য়ে অন্যতম ছিল নবজোয়ার যাত্রা। পঞ্চায়েত ভোটে তার ফলও পেয়েছিল তৃণমূল। এই যাত্রার মাঝেই ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া এবং মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সে ব্যাপারে আরও স্পষ্ট ধারণা পান তিনি।এই প্রসঙ্গে বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, ‘এই বিষয়গুলির প্রতিবাদে এবং মানুষের অধিকার রক্ষার লড়াই দিল্লিতে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার অঙ্ক বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। যা সাধারণ মানুষকে স্বস্তি দেয়।’

লোকসভা নির্বাচনে বঙ্গে খারাপ ফল করেছে বিজেপি। কেন্দ্র বাংলার প্রতি যে বঞ্চনা করেছে এবং সংঘাতের মনোভাব দেখিয়েছে সেই কারণেই লোকসভায় এই ফলাফল বলে দাবি করেছেন অভিষেক। মানুষের মাথায় ছাদ দেওয়ার মতো অধিকারের ক্ষেত্রেও কেন্দ্র রাজ্যের সঙ্গে সংঘাতের মনোভাব নিয়ে কাজ করেছে বলে জানান অভিষেক। আবাস নিয়ে সমস্যা মেটাতে যে তিনি বদ্ধপরিকর, তা বুঝিয়ে দিয়েছেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই বিষয়টি অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধও করেছেন। পাশাপাশি চিকিৎসার কারণে আপাতত কয়েকদিন তিনি বিরতি নিচ্ছেন বলে জানানও। এই কারণে সাংগঠনিক কাজ থেকে সাময়িকভাবে দূরে থাকবেন বলেও নিজের পোস্টে জানান অভিষেক। তিনি লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব। এই সময়ে সাধারণ মানুষের চাহিদা ঠিক কী, তা আরও ভাল ভাবে বোঝার সুযোগ পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত, ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে সেনাপতি অভিষেকের স্ট্র্যাটেজির জয়জয়কার সর্বত্র। ‘জনগণের গর্জন’ সভায় যে মঞ্চ বাঁধা হয়েছিল, তার সিংহভাগটাই অভিষেকের মস্তিষ্কপ্রসূত বলে দলীয় সূত্রে খবর। লোকসভায় বাংলায় ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। একপ্রকার রেকর্ড ভোট নিয়ে জয়লাভ করেছেন তিনি। কার্যত সবুজময় রাজ্য। বিজেপির বিরুদ্ধে আগামীতে লড়াই যে আরও জোরাল হবে, সেই ইঙ্গিত কার্যত দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের তরফে।

Abhishek Banerjee : জয়ী প্রার্থীদের আরও দায়িত্ব পালনের বার্তা অভিষেকের
গত বছর ১০০ দিনের শ্রমিকদের বকেয়া আদায়ের জন্য দিল্লিতে গিয়ে প্রতিবাদ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য়ান্য তৃণমূল সাংসদরা। সাধারণ মানুষের টাকা তাঁদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছিলেন অভিষেক। এরপরেই মমতা বন্দ্য়োপাধ্যায় ১০০ দিনের টাকা রাজ্যের তরফেই মেটানোর কথা ঘোষণা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version