Skip to content
জামাইষষ্ঠীতে গরমে হাঁসফাঁস বঙ্গবাসী। সবারই একটাই প্রশ্ন এখন যে বৃষ্টি কবে নামবে? জামাইষষ্ঠীতে বিকেলের পর কী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে? এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতর কী জানালো? কলকাতা, হাওড়া ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস। উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ববৃষ্টি জারি থাকবে আগামী কয়েকদিন (Jamai Sasthi 2024 News)। তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে (Weather Update)। কলকাতাবাসীর এখনও আরও অপেক্ষা করতে হবে বৃষ্টির দেখা পেতে। তাপপ্রবহের সম্ভাবনা না থাকলেও গরমে অস্বস্তি জারি থাকবে কলকাতা জুড়ে। আর কী কী বললেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।
Source link