হুগলি থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে হুগলিতে গিয়ে সিঙ্গুরের দইয়ের প্রশংসা শোনা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বর্তমানে তিনি হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ। তাঁর দই নিয়ে মন্তব্যে কিছু মানুষ সমাজ মাধ্যমে মিম করলেও অধিকাংশই রচনার মন্তব্যকে সাদরে গ্রহণ করেন। কেউ কেউ আবার রচনার প্রশংসা করা দই চেখেও দেখছেন নিয়মিত (Rachna Banerjee News)। এই জামাইষষ্ঠীতে অন্য বছরের তুলনায় একলাফে দইবিক্রি অনেকখানি বেড়েছে বলে দাবি হুগলির মিষ্টি ব্যবসায়ীদের একাংশের (Jamai Sashi Special Sweets)। জামাইষষ্ঠী স্পেশাল আর কী কী মিষ্টি মিলছে হুগলিতে? মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় দাস ও শৈবাল মোদক জানালেন আমাদের। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।