সদ্য বেরিয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল। সারা রাজ্যে কার্যত সবুজ ঝড় বইছে। ৪ জুনের সন্ধেয় চওড়া হাসি তৃণমূল নেতাদের সকলের মুখে। আগের বারের চেয়ে এ রাজ্যে বিজেপির আসন অনেকটাই কমেছে। ঘাসফুল শিবিরের হাওয়া বইছে রাজ্যে জোরকদমে। আর এরকম একটা ভোটের ফল বেরোনোর পরেই বাঙালির অন্যতম বড় উৎসব ‘জামাই ষষ্ঠী’। আর তাই সবটা মিলিয়ে সেলিব্রেশন ভবানীপুরেও। লোকসভা ভোটে তৃণমূলের এই উজ্জ্বল ফলের প্রেক্ষিতেই ভবানীপুরের ৬২ পল্লি পুজো প্রাঙ্গণে বুধবার স্পেশাল ২৯ জোড়া মেয়ে-জামাই বরণ করলেন মদন মিত্র। এই অনুষ্ঠানে তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা যোগদান করেছিলেন। হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ তথা দিদি নম্বর ১ রচনা বন্দ্যোপাধ্যায় হাজির হলেন এই অনুষ্ঠানে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version