শুক্রবার দুপুরে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা কসবার অ্যাক্রোপলিস শপিং মলে। চারতলার একটি ফুড কোর্টে আগুন লাগে। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কালো ধোঁয়ায় ঢাকে কসবার একাংশ। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু বেশ বেগ পেতে হয় দমকলের কর্মীদের। আপাতত সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। হাইড্রোলিক ল্যাডার ব্যবহার করা হয়েছে আগুন নেভানোর জন্য। এমনকী ভেঙে ফেলতে হয় শপিং মলের বেশ কিছু কাচ। পাশাপাশি সঙ্গে সঙ্গেই নামিয়ে আনা হয় শপিং মল এবং অ্যাক্রোপলিসের বিভিন্ন অফিসের ভিতরে থাকা মানুষদের। তেমনই কয়েকজনের মুখোমুখি হয়েছিলেন এই সময় ডিজিটালের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তাঁরা?