এই সময়: ৯ জুন থেকে ১৫ জুন — সাত দিনের মহড়া শেষ হলো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নিকো পার্ক স্টেশন সংলগ্ন এলাকায়। এই মহড়া ট্রাফিক ব্লকের। অরেঞ্জ লাইনের ওই এলাকায় যে নির্মাণকাজ চলছে, সেখানেই একটি নন-কনকোর্স স্ল্যাব ঢালাই করার কাজে খুব শিগগিরই হাত দিতে চলেছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)।তার জন্য অন্তত তিন মাস নিকো পার্কের সামনের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে গাড়িগুলোকে অন্য কোনও দিকে ঘুরিয়েও দেওয়া হতে পারে। কোন রুটের গাড়ি কোন দিকে ঘোরানো হবে, তারই মহড়া চলল এক সপ্তাহ ধরে। পুলিশের থেকে অনুমতি পেলেই বাস্তবে ট্রাফিক ব্লক নিয়ে স্ল্যাব ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে।

মেট্রোর স্টেশনকে ভায়াডাক্টের সঙ্গে যুক্ত করে যে স্ল্যাব, তারই পোশাকি নাম নন-কনকোর্স স্ল্যাব। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজে গতি আনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বেশ কয়েক মাস আগেই। এই লাইনে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ শুরু হওয়ার পরেই রুবি থেকে বেলেঘাটা এবং বিমানবন্দরের দিকে আরও কত দ্রুত এগিয়ে যাওয়া যায়, সেদিকে মন দিয়েছে নির্মাণের দায়িত্বে থাকা আরভিএনএল।

বারুইপুর পর্যন্ত ছুটবে মেট্রো? মুখ খুলল কর্তৃপক্ষ
নিকো পার্ক স্টেশনের নন-কনকোর্স স্ল্যাব ঢালাই সেই উদ্যোগেরই অংশ। তবে, এই কাজটি যথেষ্ট সময়সাপেক্ষ বলে জানাচ্ছেন নির্মাণকর্মীরা। এর জন্য নিকো পার্ক মেট্রো স্টেশনের সামনের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে।

তার জন্যই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বিধাননগর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল। তারপরই ঠিক হয় প্রথমে সাত দিনের মহড়া দিয়ে কী কী সমস্যা হতে পারে সেই বিষয়ে একটা ধারণা করে নেওয়া হবে। আসল কাজ শুরু হওয়ার সময়ে সেই অনুযায়ী পরিকল্পনা করা হবে।

মহড়ার জন্য ৯ জুন থেকে আজ ১৫ জুন পর্যন্ত সময়সীমাকে বেছে নেওয়া হয়েছিল। এর পর বিধাননগর পুলিশের থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেলে তিন মাসের জন্য ট্রাফিক ব্লক নিয়ে নন-কনকোর্স স্ল্যাব ঢালাইয়ের কাজ শুরু করা হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version