গানোর কথায় আছে, “বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি”। কিন্তু এ বাঁশি যে সে বাঁশি নয়। এ বাঁশি একটা গোটা পাথর খোদাই করে বানানো হয়েছে। আর খোদাইয়ের কাজে সারা বাঁশি জুড়ে ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের নানা লীলা। শুরুতেই তো দেখা যাচ্ছে, এই বাঁশি মোটেই বোবা নয়। বরং পাথরের ভিতর থেকেও বেরিয়ে আসছে সমধুর সুর। শুশুনিয়া গ্রামের পাথর শিল্পী অভীক কর্মকার প্রায় ২১০ দিন ধরে ধৈর্যের সঙ্গে পাথরের মধ্যে খোদাই করে বানিয়েছেন এই বাঁশিটি। এমন শিল্প সত্যিই শিল্পীকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। আসলে সাধনাতেই তো হয় ঈশ্বরলাভ। আর পাথর খোদাই করে এমন বাঁশি তৈরি কি মুখের কথা। দেখে নিন ভিডিয়ো