একটা সময় ছিল যখন উরফিকে বি-টাউনের প্রথম সারির তারকারা খানিক এড়িয়েই যেতেন। কিন্তু উরফির চলন বলনে তাতে কোনও ফারাক পড়েনি। নিত্যনতুন ড্রেস পড়ে সর্বদা সকলকে চমকে দিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন তিনি (Bollywood News)। ইংরেজিতে একটা শব্দ আছে আনঅ্য়াপোলোজেটিক। অর্থাত্ দুনিয়ার তোয়াক্কা করে না না যিনি। একেবারে চলেন নিজের শর্তে (Urfi Javed News)। উরফি জাবেদও ঠিক তাই (Gigi Bandra)। সেই উরফি এখন পার্টি করেন ভূমি পেডনেকর, ওরি, অবনীত কৌরদের সঙ্গে। শুক্রবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁর বাইরে পাপারাত্জিদের ক্যামেরাবন্দি হলেন তিনি (Bhumi Pednekar News)। উরফির সাথে এদিন ছিলেন ওরি ও বলিতারকা ভূমি। আনকাট সেই ভিডিয়ো রইল আপনাদের জন্যেই।