সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে হরবোলার ডাক। তবুও সেই শিল্পকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোন্নগর নবগ্রাম ঝিলপাড়ের বাসিন্দা সুরজিৎ অধিকারী। একটা সময় ছিল যখন হরবোলাদের ডাক পড়ত নানা অনুষ্ঠানে। এমনকী অনেক সময় টিভির পর্দাতেও দেখা যেত হরবোলা শিল্পীদের। তবে আজকাল আর ডাক পাননা তাঁরা। তিনি বলেন যে, ‘রাজ্য সরকারের কাছে আমার আবেদন থাকবে আমার মত যারা আরও হরবোলার শিল্পী আছেন তাদেরকে নিয়ে যাতে কোন ভাবনা-চিন্তা করেন’। এখন সংসার চালানোর জননীয় একটি ছোট দোকান খুলে রোজগার করছেন তিনি। তিনি এই বিষয়ে বলেন যে, ‘বাবা মার হঠাৎ ক্যান্সার ধরা পড়ে ভাই ও ক্যান্সারে আক্রান্ত তাই সংসার চালাতে বাধ্য হয়ে এই দোকান খুলে বসতে হয়েছে’। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।