ভোটে জেতার ১১দিনের মাথায় পুনরায় হুগলীতে এসে জনসংযোগে হুগলীর নব নির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ধনিয়া খালি স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছে কথা বললেন রুগীদের সাথে। খোঁজ নিলেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। বললেন, যেখানে মানুষ অসুস্থ যদি আগে তাদের পাশে থাকা যায় তার থেকে আর বড়ো কিছু হতে পারে না। পাশাপাশি মানুষের সাথে কথা বলে মহিলাদের আবদারে নিজস্বী তোলেন রচনা। এরপর ধনিয়াখালি বাসস্ট্যান্ডে আয়োজিত বিজয় উৎসব এ যোগ দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য ভোটে জয়লাভের পর এই প্রথম পুনরায় নিজের সাংসদ এলাকায় উপস্থিত হয়ে মানুষের সাথে জনসংযোগ করলেন হুগলীর সাংসদ। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, সবাই ভালো আছেন কিনা, হাসপাতালে সবাই পরিষেবা ঠিক ঠাক পাচ্ছেন কি না তা নিয়ে কথাবার্তা বললাম। তারা জানালেন সবাই খুশি আছেন। সদ্য যে সমস্ত বাচ্ছারা হয়েছেন তাদের সাথেও সাক্ষাৎ করলাম। সবাই খুশি হয়েছেন। কারন মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।