ইদ আল অদা যা বেশি পরিচিত বকরি ইদ নামেই। ১৭ জুন দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ইদ। এই ইদ স্বার্থত্যাগেরও। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মসজিদে সুষ্ঠভাবে ইদে নমাজ পড়া হয়েছে। রাজ্যের তৃতীয় বৃহত্তম এবং মুর্শিদাবাদের সর্ববৃহত্ ইদের নমাজের জামাত সম্পন্ন হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে। সকাল ৭ টাই জামেয়া মোহাম্মাদিয়া দারুল ওলুম মাদ্রাসার শাইখুল হাদীস তথা লোহরপুর ঈদগাহের পেশ ইমাম মাওলানা নুরুল ইসলাম কাশেমীর ঈমামতিতে এই সুবিশাল ঈদের নামাজের জামাত সম্পন্ন হয়। চাচন্ড, লোহরপুর, জালাদিপুর, বাসুদেবপুর, সাহেবনগর, গাম্ভারতলা, তালতলা, নিমতলা, শিকদারপুর, উত্তর মোহাম্মাদপুর সহ প্রায় ২০ থেকে ২৫ টিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষ ঈদগাহে নমাজ পড়েন।