সোমের সকালে হওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার আতঙ্ক যেন কাটছেই না। সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকা শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তারপর ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের কয়েকটি কামড়া লাইন থেকে ছিটকে যায়। দেশলাই বাক্সের মতো দুমড়ে মুচড়ে ছড়িয়ে পড়ে লাইনের পাশে। একটি কামরা আড়াআড়িভাবে উঠে পড়ে মালগাড়ির ইঞ্জিনের উপর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ও মালগাড়ির দুই লোকো পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। মারা গিয়েছেন আরও কয়েকজন। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। এবার এই নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ তিনি বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন। চিরকুটে রেল চলছে, দাবি কুণালের। আর কী বললেন তিনি? আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version