‘বদলা নয়, বদল চাই’ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনও নির্বাচনের পরেই ভোট পরবর্তী হিংসা কাম্য নয়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে। ২০১৯ সালের পর এই আসন পুনরুদ্ধার করেছে তৃণমূল। বিরোধীদের উপর যাতে কোনও আক্রমণ না হয়, সেই ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিলেন নব নির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী।’বিরোধীদের উপর যেন কোন আক্রমণ না হয়। এমনকি জল ও বিদ্যুৎ পরিষেবাও যেন বন্ধ না হয়’। বাঁকুড়ার ইন্দপুরে ভোটদাতাদের অভিনন্দন জ্ঞাপক সভায় দলীয় কর্মী-সমর্থকদের এমনই বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্ত্তী। কিন্তু যদি তৃণমূল কর্মীদের উপর আক্রমণ নেমে আসে সেটাও সহ্য করা হবে না বলেও জানিয়ে দেন তিনি। একই সঙ্গে ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বহু চক্রান্ত হয়েছে, বেইমানরা বেইমানি করেছে, তা সত্বেও মানুষ জোড়া ফুলে ভোট দিয়েছেন’।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ বলেন, ‘যাঁরা আমাদেরকে ভোট দেয়নি, তাঁরা এখন অনুশোচনায় ভুগছেন। সবাই ভালো থাকুক, লড়াই হোক রাজনৈতিকভাবে’। তবে বিরোধীদের কোনও পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না এমন সিদ্ধান্তই দলীয়ভাবে হয়েছে বলে তিনি জানান।

Mamata Banerjee Injury : মুখ্যমন্ত্রীর আরোগ্য প্রার্থনায় পুজো বিধায়ক অরূপ চক্রবর্তীর

বাঁকুড়ার নব নির্বাচিত সাংসদের ব্যাখ্যা, ভোটের আগে অনেকেই আমাদের বিরুদ্ধে বিদ্রুপ, মিথ্যা অপপ্রচার করেছে। কিন্তু মানুষ ভোট দিয়ে আমাদেরকেই জিতিয়েছে। সেই কারণে, মানুষ বিরোধীদের থেকে মুখ সরিয়ে নিয়েছে। জনগণ আমাদের ভোট দিয়ে তাঁদের প্রত্যাখ্যান করেছে। অরূপ চক্রবর্তী বলেন, ‘আমরা ওঁদের বিরুদ্ধে কোনওভাবেই প্রতিহিংসামূলক মনোভাব দেখাব না। আমাদের অনেক কর্মীদের মধ্যে ক্ষোভ থাকতেই পারে। তবে, সরকারি যে কোনও পরিষেবা থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না।’

Saumitra Khan : ‘রাগ নেই, ভালোবাসাও নেই’, দলের একাংশের বিরুদ্ধে ফের বেসুরো সৌমিত্র
প্রসঙ্গত, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন। কিন্তু, ২০১৯ সালে এই আসনটি দখল করে নেয় বিজেপি। বিজেপির প্রার্থী সুভাষ সরকার এই কেন্দ্র থেকে জয়ী হন এবং কেন্দ্রের মন্ত্রীও হন। এবার এই কেন্দ্রে সুভাষ সরকারের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে। ৩২,৭৭৮টি ভোটের ব্যবধানে সুভাষ সরকারকে পরাজিত করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version