মিঠিঝোরা ধারাবাহিক এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। এই সিরিয়ালে আসছে একের পর এক নতুন মোড়। আর তাই দর্শকের ভালোবাসাও পাচ্ছে এই সিরিয়াল। সিরিয়াল শুরুর দিন থেকেই একের পর এক চমক দর্শকদের উপহার দিয়েছে এই ধারাবাহিক। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রাই-অনি। রাই-অনির বিয়েতে হাজির হলাম আমরা এই সময় ডিজিটাল। নিজের বিয়েতে নিজেই উলু দিলেন কনে। আর ঠিক কী কী হচ্ছে সেখানে চলুন দেখেনি। আপনাদের জন্য এক্সক্লুসিভ ভিসুয়াল নিয়ে হাজির করলাম আমরা। দেখে নিন এই ভিডিয়ো।