বরানগর বিধানসভা উপনির্বাচনে রাস্তায় নেমে মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তিনি এলাকাবাসীর পাশেই থাকবেন। জেতার পরেও একইভাবে তাঁকে দরকারে পাওয়া যাবে পাশে। সেই জনসংযোগের জন্য জেতার পরেই শুরু করলেন ‘পাশে আছে সায়ন্তিকা’ প্রোগ্রাম। এতে দেওয়া কিআর কোড স্ক্যান করে এলাকাবাসী যেকোনও সময়েই বিধায়ককে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। বরানগরবাসীদের সেই সব সমস্যা অতি দ্রুত সমাধান করতে এই অত্যাধুনিক পদ্ধতিতে পরিষেবা চালু করলেন বিধায়ক সায়ন্তিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সৌগত রায় সহ দলীয় নেতৃত্বরা। বরানগরবাসী সহ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ও দলের বাকিদেরও সায়ন্তিকা জানালেন কৃতজ্ঞতা। বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।