ফের বিজেপির ‘গোষ্ঠীকেন্দল’। এবারও ঘটনাস্থল সেই দক্ষিণ ২৪ পরগনা। প্রচারের কাজে বরাদ্দ টাকা তছরুপের অভিযোগকে কেন্দ্র করে এবার গোলমাল দেখা দিল বিজেপির অন্দরে। বারুইপুরে বিজেপির দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের মধ্যে বচসা ও ধস্তাধস্তির একটি ভিডিয়োও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।জানা গিয়েছে, ভোট পরবর্তী অশান্তির আশঙ্কায় দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বারুইপুরের মহকুমার বিভিন্ন প্রান্তের বহু বিজেপি কর্মী সমর্থক। আর তাঁদের সামনেই এই বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দলেরা নেতা কর্মীরা। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। যদিও বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার অবশ্য দলীয় কোন্দলের বিষয়টি সরাসরি মানতে চাননি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সভায় ফেন্সিং তৈরির বরাত দেওয়া হয়েছিল একজনকে। যাঁকে বরাত দেওয়া হয়েছিল এবং যে দিয়েছিলেন, সেই দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আর তা নিয়েই একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। এর মধ্যে দলীয় কোন্দলের কোনও বিষয় নেই। দু’পক্ষই দলের লোক। দলীয়ভাবে বসে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।’ এদিকে এই ঘটনায় পালটা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও। এই বিষয়ে বারুইপুরের তৃণমূল নেতা গৌতম দাস বলেন, ‘বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন একটা পার্টি ৷ বিশৃঙ্খলা তৈরি করাই এদের কাজ ৷ তাই রাজ্যের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে৷’
উল্লেখ্য, দিন দুয়েক আগে এই জেলাতেই দলের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিজেপির দু’পক্ষের বিবাদ উঠে আসে। ওইদিন আমতলায় বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নেওয়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন বিপ্লব দেব, রবিশংকর প্রসাদরা। প্রতিনিধি দলে ছিলেন অগ্নিমিত্রা পালও। সেখান থেকে বেরিয়ে আলতাবেড়িয়া এলাকায় কর্মীদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই পীরতলা এলাকায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি আটকায় দলেরই কর্মীদের একটা অংশ। তাঁদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় যাঁরা প্রকৃত ঘরছাড়া, তাঁদের সঙ্গে দেখা না করিয়ে কেন্দ্রীয় দলের সদস্যদের ‘ভুয়ো’ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছে। গাড়ি থামিয়ে বিপ্লব দেবের কাছে সেই বিষয়েই অভিযোগ করেন এক মহিলা বিজেপি কর্মী। তার জন্য বিপ্লব দেবের গাড়ি কিছুক্ষণের জন্য থামিয়েও দেওয়া হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এল এই ভিডিয়ো।